Rhinos In India: গণ্ডারকুলে গণ্ডা গণ্ডা ছানা হচ্ছে, বিলুপ্ত হবে না বলছেন বিশেষজ্ঞরা

নির্বিবাদী কিন্তু ভয়ঙ্কর এই শাকাহারী প্রাণী গণ্ডারের (Rhino)  উপর চোরাশিকারীদের নজর বেশি। খড়্গের লোভে  গণ্ডার শিকার রোখা মুশকিল তবুও একশৃঙ্গ গণ্ডারকুলে (one horned rhino) খুশির…

নির্বিবাদী কিন্তু ভয়ঙ্কর এই শাকাহারী প্রাণী গণ্ডারের (Rhino)  উপর চোরাশিকারীদের নজর বেশি। খড়্গের লোভে  গণ্ডার শিকার রোখা মুশকিল তবুও একশৃঙ্গ
গণ্ডারকুলে (one horned rhino) খুশির হাওয়া। বেড়েছে তাদের সংখ্যা। সম্প্রতি শেষ হওয়া সার্ভে রিপোর্ট বলছে ১৯৮০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৬৭ শতাংশ বৃদ্ধির হার দেখা যাচ্ছে এই অদ্ভুত দর্শন প্রাণীদের মধ্যে।

‘The Asian Rhino Specialist Group’ (AsRSG) তাদের সর্বশেষ পরিসংখ্যানে ভারত, নেপাল, ভুটানে এক শৃঙ্গ গণ্ডার বৃদ্ধির হারে যে রিপোর্ট দিয়েছে তাতে খুশি প্রকৃতি বিজ্ঞানী ও জীব বিশারদরা। রিপোর্টে বলা হয়েছে, তিন দেশ মিলে সর্বশেষ ৪০১৪টি এক শৃঙ্গ গণ্ডারের হদিস মিলেছে। উল্লেখ্য, এই পরিসংখ্যান দুই শৃঙ্গ গণ্ডারের জন্য নয়। এ ধরণের গণ্ডার এশীয় অঞ্চলে থাকেনা।রিপোর্টে সর্বশেষ দেওয়া তথ্য বলছে,

অসম

কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা ২৬১৩টি।

ওরাং জাতীয় উদ্যানে মিলেছে ১২৫টি গণ্ডার।

পবিতরা অভয়ারণ্য ১০৭টি

মানস জাতীয় উদ্যানে আছে ৪০টি।

পশ্চিমবঙ্গ
জলদাপাড়া জাতীয় উদ্যানে ২৮৭টি গণ্ডার।
গোরুমারা জাতীয় উদ্যানে ৫২টি

উত্তর প্রদেশের দুধওয়া জাতীয় উদ্যানে গণ্ডার আছে ৩৮টি।