Republic Day: বেকারদের ক্ষোভে জ্বলছে গয়া, বন্ধ পরীক্ষা

RRB NTPC পরীক্ষা বন্ধ। রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণবের নির্দেশ। সাধারণতন্ত্র দিবসে জ্বলছে গয়া। রেলের চাকরির পরীক্ষায় বেনিয়মের অভিযোগ তুলে দফায় দফায় সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। তাঁদের…

RRB NTPC পরীক্ষা বন্ধ। রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণবের নির্দেশ। সাধারণতন্ত্র দিবসে জ্বলছে গয়া।

রেলের চাকরির পরীক্ষায় বেনিয়মের অভিযোগ তুলে দফায় দফায় সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। তাঁদের এই বিক্ষোভের অশান্ত হয়ে উঠেছে বিহার ও উত্তরপ্রদেশ। এহেন ঘটনাকে ঘিরে উদ্বিগ্ন কেন্দ্র। ফলে এ বিষয়ে এবার হস্তক্ষেপ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, আমি চাকরি প্রার্থীদের অনুরোধ করছি, তারা যেন আইন হাতে তুলে না নেয়। আমরা তাদের দ্বারা উত্থাপিত অভিযোগ এবং উদ্বেগগুলি গুরুত্ব সহকারে সমাধান করব। ২০২২ সালের ১৪-১৫ জানুয়ারি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) কর্তৃক জারি করা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির (এনটিপিসি) সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন (সিইএন) ০১/২০১৯ এর ১ম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এর ফলাফল সম্পর্কে প্রার্থীদের উদ্বেগ এবং সন্দেহগুলি খতিয়ে দেখার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।’

উল্লেখ্য, গত দুদিন ধরে আরআরবি-এনটিপিসি-র ফলাফলে কারচুপির বিরুদ্ধে উত্তরপ্রদেশ-বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। বুধবার গয়া জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়ে পুলিশ বলে খবর।

শুধু তাই নয়, বিক্ষোভকারীরা জেহানাবাদ, সমস্তিপুর, রোহতাস-সহ বহু এলাকায় রেললাইনে নেমে স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভরত পড়ুয়াদের কারণে বহু জায়গায় ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়।