R-Day 2022: রাষ্ট্রপতির দেহরক্ষী পদ থেকে অবসর নিল বিরাট

দেশ জুড়ে পালিত হল ৭৩ তম সাধারণতন্ত্র দিবস (R-Day 2022)। এই বিশেষ দিনেই দীর্ঘ কর্মজীবন থেকে অবসর নিল রাষ্ট্রপতির দেহরক্ষী ঘোড়সওয়ার বাহিনীর গর্ব ‘বিরাট’।   এই…

Virat President's bodyguard

দেশ জুড়ে পালিত হল ৭৩ তম সাধারণতন্ত্র দিবস (R-Day 2022)। এই বিশেষ দিনেই দীর্ঘ কর্মজীবন থেকে অবসর নিল রাষ্ট্রপতির দেহরক্ষী ঘোড়সওয়ার বাহিনীর গর্ব ‘বিরাট’।   এই বিশেষ দিনেই অবসর নিল রাষ্ট্রপতি দেহরক্ষী ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়া বিরাট। একটানা ১৯ বছরের কর্মজীবনে শেষ হল বিরাটের।

বিরাটের অবসর গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁরা সকলেই বিরাটকে অভিবাদন জানান।

রাষ্ট্রপতি এদিন বিরাটকে জড়িয়ে ধরে আদর করেন। বিরাটের গায়ে ও মাথায় হাত বুলিয়ে তাঁকে আদর করেন প্রধানমন্ত্রী। বিরাটের অবসর নেওয়ার এই মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বুধবার আজাদী কি অমৃত মহোৎসব উৎসবের সূচনা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দিল্লির রাজপথে এদিনের প্যারেডে প্রথম দেখা গেল দেশীয় প্রযুক্তিতে তৈরি এক হাজার ড্রোন। নজরদারির কাজে এই ড্রোনগুলিকে কাজে লাগানো হয়।

সেনাবাহিনীর তিন শাখার বিভিন্ন বাহিনীর কসরৎ প্রদর্শন ছিল রাজপথের অনুষ্ঠানের মূল আকর্ষণ। কুচকাওয়াজে প্রথমবার অংশ নিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। থিম ছিল ‘উড়ান’ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন ছোট ছোট শহরকে বিমান পথে যুক্ত করা হচ্ছে। দেশবাসী যাতে অল্প খরচ করে বিমানে চড়ার সুযোগ পান তার জন্যই এই উদ্যোগ।