করোনার কোপ কাটিয়ে প্রায় ৯০ লক্ষ ভারতবাসী কাজে যোগ দিয়েছে: রিপোর্ট

করোনা মহামারির কারণে দেশে লকডাউনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এদিকে এহেন লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন। কাজ হারিয়ে মাথায় হাত পরেছিল হাজার হাজার মানুষের। তবে করোনার…

Job

করোনা মহামারির কারণে দেশে লকডাউনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এদিকে এহেন লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন। কাজ হারিয়ে মাথায় হাত পরেছিল হাজার হাজার মানুষের। তবে করোনার প্রকোপ কমতেই ফের লকডাউন তোলার সিদ্ধান্ত নেয় সরকার। লকডাউনের সময়ে একদিনে যখন হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পরেছিলেন ঠিক তখনই এক চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে এল।

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির এক সমীক্ষা বলছে যে এপ্রিল মাসে ৮.৮ মিলিয়ন মানুষ দেশের শ্রমশক্তিতে যোগ দিয়েছেন। চাকরি প্রার্থীরা জানিয়েছেন যেসব চাকরি পাওয়া গেছে তা চাহিদার তুলনায় অপ্রতুল।

এপ্রিলে মাসে ভারতের শ্রমশক্তি ৮.৮ মিলিয়ন বৃদ্ধি পেয়ে ৪৩৭.২ মিলিয়নে দাঁড়িয়েছে, যা মহামারীর শুরু থেকে সবচেয়ে বড় মাসিক বৃদ্ধিগুলির মধ্যে একটি। সিএমআইই-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মহেশ ব্যাস বলেছেন যে গত মার্চে দেশের শ্রমবাজার ছিল ৪২ কোটি ৮৪ লাখ। তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশের শ্রমশক্তিতে মাসিক গড় প্রবৃদ্ধি ছিল শূন্য দশমিক ২০ লাখ।