ভোল বদল! বিজেপিতে নাম লেখাচ্ছেন মাহি গিল?

তারকাখচিত দল কে না চায়? বিজেপি থেকে কংগ্রেস, এমনকী আঞ্চলিক দলগুলিও বলিউড কিংবা টলিউড স্টারদের নিতে হুমড়ি খেয়ে পড়ে। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় দলগুলির মধ্যে।…

তারকাখচিত দল কে না চায়? বিজেপি থেকে কংগ্রেস, এমনকী আঞ্চলিক দলগুলিও বলিউড কিংবা টলিউড স্টারদের নিতে হুমড়ি খেয়ে পড়ে। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় দলগুলির মধ্যে। শেষমেশ কোনও এক দলের ভাগ্যে শিকে ছেঁড়ে। বিজেপি বা কংগ্রেস দলের মধ্যে সুপারস্টারদের অভাব নেই। নির্বাচন সামনে এলে অনেক তারকাই রাজনীতিতে যোগ দেন। সেই পথে এবার পা বাড়াতে চলেছেন অভিনেত্রী মাহি গিল। সূত্রের খবর তেমনই।

সামনেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপিতে যোগ দেওযার কথা শোনা যাচ্ছে মাহি গিলের। সূত্রের খবর, সোমবার, ৭ ফেব্রুয়ারিই সম্ভবত তিনি বিজেপিতে নাম লেখাতে চলেছেন। যদিও দলের তরফে এখনও এনিয়ে কোনও ঘোষণা শোনা যায়নি। অভিনেত্রীও কিছু বলেননি। তবে ভোট প্রচারে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন মাহি গিল। ২ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী হরমহিন্দর সিং লাকির হয়ে গত ডিসেম্বরই প্রচারে গিয়েছিলেন তিনি। তখন তিনি জানিয়েছিলেন, লাকি তাঁর ছোটোবেলার বন্ধু। তাই তিনি তাঁর হয়ে প্রচার করছেন। অভিনেত্রী তখন বলেছিলেন, তাঁর নিজের রাজনীতিতে আসার কোনও ইচ্ছা নেই। কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে? আর এখন সেটাই সম্ভবত হতে চলেছে। রাজনীতিতে যোগ দিতে পারেন তিনি।

   

মাহি গিলের বিজেপিতে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেসের হয়ে প্রচারের পর তিনি বিজেপিতে কীভাবে নাম লেখাচ্ছেন, তা নিয়ে চলছে সমালোচনা।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা হরদীপ সিং পুরি জানিয়েছেন পাঞ্জাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শিরোমনি আকালি দলের (এসএডি) মধ্যে নির্বাচন-পরবর্তী জোটের কোনও সম্ভাবনা নেই। প্রবীণ এই বিজেপি নেতা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে দুটি দলের জোট কখনই সম্ভব নয়। একে খারাপ জোট বলেও মন্তব্য করেছেন তিনি।