Ramnavami:রামনবমীর ভোর রাতে দুধ দিয়ে রামলালার অভিষেক

রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে এই প্রথম রামনবমীর অনুষ্ঠান পালিত হবে সারা দেশ জুড়ে। আর রামনবমীর জন্য বিশেষ ভাবে সেজে উঠেছে অযোধ্যা। বুধবার ভোর রাতে দুধ…

ramnavami

রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে এই প্রথম রামনবমীর অনুষ্ঠান পালিত হবে সারা দেশ জুড়ে। আর রামনবমীর জন্য বিশেষ ভাবে সেজে উঠেছে অযোধ্যা। বুধবার ভোর রাতে দুধ দিয়ে রামলালার অভিষেক করা হয়। রামলালার মূর্তিতে সাদা ধুতি পরিয়ে তাঁকে দুধ দিয়ে স্নান করানো হয়। মন্দিরে উপস্থিত থাকা পুরোহিতরা একসঙ্গে মন্ত্র উচ্চারণ করেন। সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন মন্দিরেরই এক পুরোহিত।

রামনবমীর বিশেষ মেলা শুরু হয়েছে নবরাত্রির শুরুর দিন থেকেই। তখন থেকেই সরযূর পাড়ে লক্ষ লক্ষ অনুরাগীর সমাবেশ। আজ সকাল ১২টায় রয়েছে রামলালার সূর্যতিলক অভিষেক। এই অভিষেক এক আশ্চর্য প্রক্রিয়া। সূর্যের আলোকে ঠিক দুপুর ১২ টায় প্রতিফলিত করা হবে রাম লালার ভ্রু-যুগলের মদ্যিখানে। এর ফলে মনে হবে সূর্যদেব যেন তিলক আঁকছেন রামলালার কপালে। এটি সফল করতে বিরাট বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। আজ সকাল ১২টায় সবার নজর থাকবে সূর্যতিলক অভিষেকের দিকে।

রামনবমীতে ভিড় সামলাতে অতিরিক্ত সারি করে ভক্তদের দর্শনের সুযোগ করে দেওয়া হচ্ছে। পুরো বিষয়টি যেন সুশৃঙ্খল ভাবে হয়, তার জন্য তৎপর প্রশাসন। বহু পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে মন্দির ও ভক্তদের সুরক্ষার স্বার্থে। এদিন দর্শনের সময়ও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।