Rahul Gandhi: ‘বিজেপি ১৫০টি আসন পাবে’, ভবিষ্যতবাণী রাহুলের?

২৪-এর লোকসভা ভোটের প্রথম দফার ভোটগ্রহণের আগে মোদী সরকারকে নতুন করে তুলোধনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ বুধবার গাজিয়াবাদে সাংবাদিক বৈঠক করেন…

২৪-এর লোকসভা ভোটের প্রথম দফার ভোটগ্রহণের আগে মোদী সরকারকে নতুন করে তুলোধনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ বুধবার গাজিয়াবাদে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সপা-র জাতীয় সভাপতি অখিলেশ যাদব। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে, বাগপত ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রার্থী পণ্ডিত অমরপাল শর্মা, সপা-র প্রাক্তন মন্ত্রী শাহিদ মঞ্জুর।

এদিন রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী আসল বিষয় নিয়ে কথা বলেন না। গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে।’ রাহুল গান্ধীর দাবি, ‘আমি আসন নিয়ে ভবিষ্যদ্বাণী করি না। ১৫-২০ দিন আগে আমি ভাবছিলাম বিজেপি ১৮০টি আসন পাবে, কিন্তু এখন আমার মনে হয় তারা ১৫০টি আসন পাবে। আমরা প্রতিটি রাজ্য থেকে রিপোর্ট পাচ্ছি যে আমরা উন্নতি করছি। উত্তরপ্রদেশে আমাদের খুব শক্তিশালী জোট রয়েছে এবং আমরা খুব ভাল পারফরম্যান্স করব।’

   

একই সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অখিলেশ যাদবও। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, ‘রামনবমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আনন্দিত যে আজ আমরা একটি সংবাদ সম্মেলন করছি। উত্তরপ্রদেশে গাজিয়াবাদ থেকে গাজিপুর পর্যন্ত বিজেপি নিশ্চিহ্ন হতে চলেছে। বিজেপির সব কথাই মিথ্যে প্রমাণিত হয়েছে। কৃষকদের আয় দ্বিগুণ হয়নি, যুবকদের কর্মসংস্থান হয়নি, উন্নয়নের প্রতিশ্রুতিও অসম্পূর্ণ। নির্বাচনী বন্ড তাদের মুখোশ উন্মোচন করেছে। বিজেপি দুর্নীতিবাজদের গুদামে পরিণত হয়েছে। লুটপাট-মিথ্যাচার বিজেপির পরিচয় হয়ে দাঁড়িয়েছে।’