Ram Navami 2024 Ayodhya : সোনায় মোড়া পোশাক থেকে সূর্যতিলক! রাম নবমীতে কেমন হবে রামলালার সাজ?

আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা! তারপরেই রাম নবমী (Ram Navami 2024 Ayodhya)। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার পর এটাই প্রথম রাম নবমী। সেই কারণে অযোধ্যা জুড়ে…

Ramlala Ayodhya Ram Mandir

আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা! তারপরেই রাম নবমী (Ram Navami 2024 Ayodhya)। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার পর এটাই প্রথম রাম নবমী। সেই কারণে অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। রাম নবমী উপলক্ষে রামলালার জন্য বিশেষ পোশাকের ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দির ট্রাস্ট জানিয়েছে, চৈত্র নবরাত্রির প্রথম দিন থেকে নবম দিন অর্থাৎ রাম নবমী পর্যন্ত প্রতিদিন নতুন পোশাক পরবেন রামলালা। হাতে বোনা খাদির পোশাকে গোল্ড ব্লক প্রিন্ট থাকবে। এই প্রিন্টে বৈষ্ণব চিহ্ন ফুটে উঠবে বলে জানিয়েছে ট্রাস্ট। পোশাক তৈরির ভিডিয়োও শেয়ার করেছে তারা।  

চলতি বছর আগামী ১৭ এপ্রিল রাম নবমী পালিত হবে। সেকারণে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১৭ এপ্রিল রাম মন্দিরে দেশের খ্যাতনামা উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পীরা ভজন পরিবেশন করবেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথম এত বড় মাপের অনুষ্ঠান আয়োজিত হবে। রকমারি ফুল দিয়ে মন্দির সাজানো হবে। মোট ৫০ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হবে। গাঁদা, রজনীগন্ধা, গোলাপের,মতো দেশি ফুলে পাশাপাশি বিভিন্ন বিদেশি ফুলও থাকবে। রাম মন্দিরের প্রবেশদ্বার, মন্দির চত্বর ছাড়াও কনক ভবন ও হনুমানগড়ীও সেজে উঠবে।

রাম নবমী উপলক্ষে ১৭ এপ্রিল রামলালার কপালে সূর্যতিলক আঁকা হবে। ওইদিন দুপুর ১২টায় এই তিলক আঁকা হবে। এই সূর্যতিলক রামলালার মুখকে আলোকিত করবে। এই তিলকের মাপ হবে প্রায় ৭৫ মিমি। এই তিলক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে বিভিন্ন জায়ান্ট স্ক্রিনে। শ্রীরাম সূর্যবংশে জন্মগ্রহণ করেন। ঠিক সেই কারণেই রামনবমীতে রামলালার কপালে শোভা পাবে এই বিশেষ সূর্যতিলক। যাঁরা রাম মন্দিরে আসতে পারবেন না, তাদের জন্য প্রসার ভারতী গোটা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বলে জানা গিয়েছে।

এদিকে এপ্রিলের গরমে নাজেহাল রামলালা। রামলালার শরীরের কথা ভেবে গর্ভগৃহে কুলার বসানো হয়েছে। রাম নবমীর আগে সেখানে এসিও বসানো হবে বলে খবর। রামজন্মভূমির প্রধান আচার্য সতেন্দ্র দাস জানিয়েছেন, আপাতত রামলালার জন্য গর্ভগৃহে একটি কুলারের ব্যবস্থা করেছে। এসিও বসানো হবে শীঘ্রই। তীব্র গরমে খানিকটা স্বস্তি দিতে রামলালার প্রসাদে দেওয়া হচ্ছে রাবড়ি, দই সহ শরীর ঠান্ডা রাখতে উপযোগী বিভিন্ন মরশুমি ফল। রাম মন্দিরে পাঁচ বছরের বালক রূপে পূজিত হন রামলালা। সেকারণেই পরম যত্ন করা হয় তাঁর।