Delhi: ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল শিশু

  দেশে হাড়হিম করা ঘটনা ঘটে গেল। এবার দিল্লিতে (Delhi) ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল শিশু। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে,…

 

দেশে হাড়হিম করা ঘটনা ঘটে গেল। এবার দিল্লিতে (Delhi) ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল শিশু। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, দিল্লির কেশোপুর মান্ডির কাছে ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় এক শিশু। এনডিআরএফ ও দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে শিশুটিকে উদ্ধারের জন্য। উদ্ধারকারী দল শিশুটিকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান চালাচ্ছে।

   

দিল্লি জল বোর্ড প্ল্যান্টের ভিতরে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ২টার দিকে ৪০ ফুট গভীর ও দেড় ফুট চওড়া কুয়োয় পড়ে যায় শিশুটি। জানা গিয়েছে, খেলতে খেলতে সেখানে পৌঁছে গিয়েছিল শিশুটি। তাকে সরানোর উদ্ধারের চেষ্টা চলছে। দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস), জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং দিল্লি পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। দিল্লির জলমন্ত্রী অতিশী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছেন।

ইন্সপেক্টর বীর প্রতাপ সিংয়ের নেতৃত্বে এনডিআরএফের একটি দল শিশুটিকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছে। শিশুটিকে বোরওয়েল থেকে তোলার জন্য প্রথমে তাতে একটি দড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে দিল্লি ফায়ার সার্ভিস, এনডিআরএফ ও দিল্লি পুলিশের দল। ত্রাণ ও উদ্ধারকাজ চলছে অব্যাহতভাবে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন।