Rahul Dravid: শার্দুলের পর ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গে কোচ দ্রাবিড়ও দিলেন বড় বিবৃতি

ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে বড় বিবৃতি দিয়েছেন। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলা শার্দুল ঠাকুর (Shardul Thakur)…

rahul dravid

ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে বড় বিবৃতি দিয়েছেন। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলা শার্দুল ঠাকুর (Shardul Thakur) বলেছিলেন, বিসিসিআইয়ের (BCCI) ঘরোয়া ক্রিকেটের সূচি নিখুঁত নয়। ঠাকুরের পরামর্শ ছিল, বিসিসিআইয়ের এই সূচিতে পরিবর্তন আনা দরকার।

এই সূচি খেলোয়াড়দের ইনজুরির ঝুঁকিতে ফেলেছে বলেও কিছু দিন আগে অভিযোগ করেছিলেন শার্দুল ঠাকুর। এবার ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সমর্থন পেয়েছেন শার্দুল। ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে বিবৃতি দিয়েছেন দ্রাবিড়। রাহুলের মতে, যদি ভারতীয় ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলতে অসুবিধায় পড়েন, তাহলে বিসিসিআইয়ের অবশ্যই সূচি পরিবর্তন করা উচিৎ।

তিনি বলেছেন, “শার্দুল ঠাকুরের বক্তব্য শুনেছি। আমি মনে করি বিসিসিআইয়ের সত্যিই খেলোয়াড়দের দিকে মনোনিবেশ করা উচিৎ। খেলোয়াড়রা জীবন বাজি রেখে খেলে। ভারতীয় খেলোয়াড়রা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই তাঁরা যদি কিছু দাবি করেন, আমাদের সেটা শোনা উচিৎ।’ রাহুল দ্রাবিড় যে প্রকাশ্যে শার্দুল ঠাকুরকে সমর্থন করেছেন, তা স্পষ্ট।

ভারতের ঘরোয়া ক্রিকেট আজকাল তুমুল আলোচনায় রয়েছে। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ হওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটে আরও মনোযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। এর জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট ফরমান জারি করা হয়েছে। ফরমানে বলা হয়েছে, যদি ভারতের কোনও ক্রিকেটার টিম ইন্ডিয়ার অংশ না হন, তবে সেই সময়ে তাঁকে ঘরোয়া ক্রিকেটের অংশ হতে হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড এটাও সাফ জানিয়ে দিয়েছে, ভারতীয় দলে নির্বাচনের মূল ভিত্তি আইপিএল নয়, হবে ঘরোয়া ক্রিকেট। ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে বারবার ঘরোয়া ক্রিকেট খেলার জন্য সতর্ক করা হলেও তাঁরা নির্দেশ উপেক্ষা করেছিলেন বলে মনে করা হচ্ছে। যে কারণে কেন্দ্রীয় চুক্তি হারাতে হয়েছে তাঁদের। তবে এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যখন ঈশান ও আইয়ারের চুক্তি বাতিল হল, তখন হার্দিক পান্ডিয়ার সঙ্গে চুক্তি কীভাবে হল? এই প্রশ্নও উঠেছে।