পাঁচ রাজ্যের ভোটে কোনো রাজনৈতিক দলকেই সমর্থন নয়, জানালেন রাকেশ টিকায়েত

নরেন্দ্র মোদী (narendra modi) সরকারের তিন কৃষি আইন (farm law) বাতিলের জন্য দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে একাধিক কৃষক সংগঠন। কৃষকদের প্রবল…

Rakesh Tikait

নরেন্দ্র মোদী (narendra modi) সরকারের তিন কৃষি আইন (farm law) বাতিলের জন্য দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে একাধিক কৃষক সংগঠন। কৃষকদের প্রবল আন্দোলনের চাপে শেষ পর্যন্ত মোদী সরকার তিন কৃষি আইন বাতিল (cancel) করতে বাধ্য হয়। আগামী মাসে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন (assembly election)। এই নির্বাচনে কৃষকদের বিশেষ ভূমিকা রয়েছে। তাই আসন্ন নির্বাচনে কৃষক সংগঠনগুলির ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল।

এরই মধ্যে তিন দিনের মাঘ মেলায় কৃষক চিন্তন শিবিরে কৃষক নেতা রাকেশ টিকায়েত জানালেন, পাঁচ রাজ্যের নির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই তাঁরা সমর্থন করবেন না। রাকেশের এই মন্তব্যের পর বিকেইউ এর বিভিন্ন নেতার ঐক্যমত্য নিয়েই প্রশ্ন উঠে গেল। কয়েকদিন আগেই কৃষক নেতা নরেশ টিকায়েত বলেছিলেন উত্তরপ্রদেশের নির্বাচনে তাঁরা সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদলের জোটকে সমর্থন করবেন। কিন্তু ওই মন্তব্যের কয়েকদিন পরেই নরেশ বিজেপি নেতা সঞ্জীব সিসাউলির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর নরেশ তাঁর মন্তব্য প্রত্যাহার করে নেন।

এরইমধ্যে মাঘ মেলায় কৃষক চিন্তন শিবিরে বক্তব্য রাখেন রাকেশ। সেখানেই তিনি বলেন, পাঁচ রাজ্যের আসন্ন নির্বাচনে কৃষক সংগঠন কোন রাজনৈতিক দলকেই সমর্থন করবে না। তাঁরা কৃষকদের সমস্যা ও তার সমাধান নিয়েই আলোচনা করছেন এখানে। তবে কেন্দ্রের বিরুদ্ধে এদিনও ক্ষোভ উগরে দিয়েছেন রাকেশ।
তিনি বলেছেন, কৃষকদের সমস্যাগুলি দূর করতে কেন্দ্র একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আজও সেই কমিটি গঠন করা হয়নি। লখিমপুর খেরির ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র এখনও নিজের পদে বহাল রয়েছেন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও কেন্দ্র কোনও কথা বলছে না। তাই খুব শীঘ্রই তাঁরা কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে নামবেন।