ব্রাশ করতে করতে অনলাইন শুনানিতে হাজিরা, প্রবল ক্ষুব্ধ বিচারপতি

ভার্চুয়াল শুনানির সময় ফের এক অনভিপ্রেত কাণ্ড ঘটল মাদ্রাজ হাইকোর্টে (highcourt)। করোনার (corona) কারণে এখন আর সশরীরে আদালতে হাজির হতে হচ্ছে না কাউকেই। শুনানি চলছে…

ভার্চুয়াল শুনানির সময় ফের এক অনভিপ্রেত কাণ্ড ঘটল মাদ্রাজ হাইকোর্টে (highcourt)। করোনার (corona) কারণে এখন আর সশরীরে আদালতে হাজির হতে হচ্ছে না কাউকেই। শুনানি চলছে অনলাইন বা ভার্চুয়াল (online) পদ্ধতিতে। ডেস্কটপ বা ল্যাপটপ খুলে ইন্টারনেট অন করে সরাসরি আদালতের শুনানিতে অংশ নেওয়া যাচ্ছে। কিন্তু এই সুবিধা নিতে গিয়েই মাঝেমধ্যে বিতর্কিত কাজ করে ফেলছেন কেউ কেউ। কখনও আইনজীবী (lawyer) তো কখনও মোকদ্দমাকারী এই অনৈতিক কাজ করেছেন।

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভিজে অরুণের সিঙ্গল বেঞ্চে সোমবার একটি মামলার শুনানি চলছিল ভার্চুয়াল পদ্ধতিতে। শুনানি শুরু হওয়ার পর দেখা যায় এক ব্যক্তি রীতিমতো ব্রাস করতে করতেই শুনানিতে হাজির হয়েছেন। রীতিমতো ক্যামেরার দিকে মুখ করে ওই ব্যক্তি তখনও ব্রাশ করছিলেন। কখনও বা মুখ ধুচ্ছিলেন। আবার দাড়িও কাটছিলেন। ওই ব্যক্তির কাজকর্ম দেখে পরিষ্কার বোঝা গিয়েছে, ঘরে নয় ল্যাপটপটি রাখা ছিল বাথরুমে। সেখান থেকেই তিনি শুনানিতে অংশ নিয়েছেন।

প্রথমদিকে অবশ্য বিষয়টি বিচারপতির দৃষ্টি এড়িয়ে যায়। কিন্তু অন্য সকলে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে তিনি দেখেন, এক ব্যক্তির মুখে রয়েছে ব্রাশ, গালে রয়েছে সাবানের ফেনা। দাড়ি কাটতে কাটতেই তিনি ক্যামেরার সামনে ঘোরাফেরা করছেন। এ ঘটনায় প্রবল ক্ষুব্ধ হন বিচারপতি অরুণ। মাদ্রাজ হাইকোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির চেয়ারম্যান ও প্রধান বিচারপতি এ মণিশঙ্করের নির্দেশে ইতিমধ্যেই ওই ব্যক্তিকে সতর্ক করা হয়েছে। ভার্চুয়াল শুনানির সময় যাতে এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, কিছুদিন আগে মাদ্রাজ হাইকোর্টে এক মামলার শুনানিতে আইনজীবী আরডি সান্তনা কৃষ্ণনকে এক মহিলার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তবে ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই ওই আইনজীবীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় বার কাউন্সিল। বার কাউন্সিল এক নির্দেশে জানায়, সব ধরনের আদালত, ট্রাইবুনাল এবং বিচার বিভাগের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানে প্র্যাকটিস করতে পারবেন না সান্থানা। সান্থানার বিরুদ্ধে স্বতপ্রণোদিত হয়ে একটি মামলাও দায়ের হয়েছে। সান্থানা যতদিন না নির্দোষ প্রমাণ হচ্ছেন ততদিন তাঁর উপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান হয়েছে।