Rajasthan : ‘ধর্ষক’ আকবরকে মুছে ফেলতে চায় রাজস্থান

সিলেবাসে থাকবে না সম্রাট আকবর। তৃতীয় মোঘল সম্রাটের (Emperor Akbar) কীর্তি মুছে ফেলা হবে সিলেবাস থেকে। এমনই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শাসিত রাজস্থান (Rajasthan ) সরকার।…

Rajasthan Government, BJP-Led, Opts to Remove Emperor Akbar's Achievements from Syllabus

সিলেবাসে থাকবে না সম্রাট আকবর। তৃতীয় মোঘল সম্রাটের (Emperor Akbar) কীর্তি মুছে ফেলা হবে সিলেবাস থেকে। এমনই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শাসিত রাজস্থান (Rajasthan ) সরকার।

কয়েক মাস আগে রাজস্থানে পালাবদল হয়েছে। কংগ্রেসের থেকে মরুরাজ্য ছিনিয়ে নিয়েছে বিজেপি। তারপরেও সিলেবাস থেকে মোঘল সম্রাট আকবরকে বাদ দেওয়ার তোড়জোড়। স্কুলে পড়ানো হবে না আকবরের কীর্তির কথা। এ কথা জানিয়েছেন রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার।

   

রাজস্থানের সরকারি স্কুলে পড়ানো হয় ‘মহান আকবর’এর কীর্তি। এ নিয়ে ওই রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেন, ‘মহান আকবর চ্যাপ্টার বাদ দেওয়া হবে।’ তিনি আরও দাবি করেছেন যে সম্রাট আকবর কোনও মহান ব্যক্তি ছিলেন না। তিনি ধর্ষক ছিলেন। তাঁর কথায়, ‘আকবর মীনা বাজার থেকে মেয়েদের তুলে নিয়ে আসতেন।’

আকবরের মতো ব্যক্তিদের মহান দেখানো এবং তা স্কুলে পড়ানো অনুচিত বলেই মনে করেন রাজস্থানের শিক্ষামন্ত্রী। তাই সিলেবাস বদলের পরিকল্পনা। মদন দিলওয়ার বলেছেন, ‘আকবর মহান এবং বীর সাভারকার দেশপ্রেমী ছিলেন না এসব এর স্কুলে পড়ানো হবে না।’ তাঁর আরও অভিযোগ, ‘অনেক বইয়ে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং-দের জঙ্গি বলে উল্লেখ করা হয়।’