Jharkhand: ঝাড়খণ্ডে অপারেশন লোটাস আতঙ্কেও নির্ভয় বাম বিধায়ক, দামী হোটেলে ঢুকছে সরকার!

‘অপারেশন লোটাস’ ভয়ে কাঁপছে ঝাড়খণ্ডের (Jharkhand) মহাজোট সরকার। বিধায়ক বিক্রি  রুখতে তৈরি ঝাড়খণ্ডের সরকার। জানা যাচ্ছে রাঁচি থেকে চার্টার্ড বিমানে হায়দরাবাদ পৌঁছে বিলাসবহুল হোটেলে থাকবেন…

jharkhand

‘অপারেশন লোটাস’ ভয়ে কাঁপছে ঝাড়খণ্ডের (Jharkhand) মহাজোট সরকার। বিধায়ক বিক্রি  রুখতে তৈরি ঝাড়খণ্ডের সরকার। জানা যাচ্ছে রাঁচি থেকে চার্টার্ড বিমানে হায়দরাবাদ পৌঁছে বিলাসবহুল হোটেলে থাকবেন সরকারপক্ষের বিধায়করা। সূত্রের খবর, এক্ষেত্রে সবথেকে নিশ্চিত বাম বিধায়কের বিজেপি বিরোধী অবস্থান। তাঁকে নাড়ানো যায়নি। তবে নিজের দলের বাকি বিধায়কদের নিয়েই খোদ মুখ্যমন্ত্রী দাবিদার চম্পাই সোরেন চিন্তিত। তাঁর ভরসা কংগ্রেস শাসিত তেলেঙ্গানা সরকার।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) আশঙ্কিত তাদের ও কংগ্রেস, আরজেডি বিধায়কদের ভাঙানোর কাজ শুরু হয়েছে। ‘অপারেশন লোটাস’ রুখতে বিধায়কদের হায়দরাবাদে রাখার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ, বিজেপি রাঁচিতে অপারেশন লোটাস চালানোর প্রক্রিয়া চালাচ্ছে।

ঝাড়খণ্ড বিধানসভার মোট আসন 81
সরকারপক্ষ:
জেএমএম 29
কংগ্রেস 17
আরজেডি 1
জোট সরকার সমর্থনকারী
সিপিআই(এমএল) লিবারেশন 1

বিরোধীপক্ষ
বিজেপি 26
আজসু 3
এনসিপি (এপি) 1
নির্দল 2
একটি আসন ফাঁকা

জানা যাচ্ছে দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া নিশ্চিত বুঝেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেনকে দায়িত্ব দেন। তিনি সংখ্যাগরিষ্ঠ বিধায়কের স্বাক্ষরিত চিঠি রাজ্যপালকে হস্তান্তর করেছেন। এবার বিধানসভায় তাঁকে গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার আগে সরকারপক্ষের জেএমএম, কংগ্রেস ও আরজেডি বিধায়কদের নিয়ে  দুটি চার্টার্ড প্লেন রাঁচি থেকে হায়দরাবাদ যাবে। দুটি চার্টার্ড  বিমানের একটিতে 33 আসন এবং অন্য বিমানটি 12 আসন আছে। মন্ত্রীরা 12 আসনের বিমানে চড়বেন। হায়দরাবাদ বিমানবন্দরে দুটি বাস প্রস্তুত থাকবে। এই বাসে করেই ঝাড়খণ্ডের মহাজোট সরকারের বিধায়কদের সরাসরি হোটেলে যাবেন।

হেমন্ত সোরেনের গ্রেফতারের পর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা চম্পাই সোরেনের শপথ গ্রহণ নিয়ে রাঁচি সরগরম। জেএমএম চম্পাই সোরেনকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে। হেমন্ত সোরেনের পদত্যাগের পর চম্পাই রাজ্যপালের সাথে দেখা করেন এবং সরকার গঠনের দাবি জানিয়েছেন।