আসছে চাঁদের পাহাড় 2, নিজের মুখেই যা বললেন Dev

Dev: ‘জীবনে বড় হতে চাইলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। একটা সময় ছিল যখন আমি লাগাতার রিমেক ছবিতে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখন…

Dev

Dev: ‘জীবনে বড় হতে চাইলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। একটা সময় ছিল যখন আমি লাগাতার রিমেক ছবিতে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখন আমি খালি অরিজিন্যাল স্ক্রিপ্টের উপরেই কাজ করি। প্রথম দিকে এই ছবিগুলো বক্স অফিসে তেমন ভালো চলত না। ফলে অনেক পরিশ্রম করতে হয়েছে। একভাবে চেষ্টা করে যাওয়াটাই আসল। মানুষের কাছে প্রাসঙ্গিক থাকাটাই সব।’ এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন দেব।

চাঁদের পাহাড় সিক্যুয়েল নিয়ে কবে আসছেন দেব?

আগামী দিনে আর কোন কোন প্রজেক্টে নজর কাড়বেন দেব। এরই উত্তরে অভিনেতা জানালেন, ‘দর্শকদের যাতে বিনোদন দেওয়া যায় আমরা সেই ধরনের কাজ করার চেষ্টা করছি। ওঁরা এখন হয় মিল আছে জীবনের সঙ্গে এমন কাজ নইলে লার্জার দ্যান লাইফ কাজ দেখতে চাইছেন। তাই আমি আমার সেরাটা দিয়ে টেক্কা, খাদান সহ অন্যান্য কাজ করতে চাইছি। এছাড়া আমি কমল দার (কমলেশ্বর মুখোপাধ্যায়) থেকে চাঁদের পাহাড়ের সিক্যুয়েলের খসরা শুনেছি। এমনকি ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের রঘু ডাকাত নিয়েও কাজ চলছে। দুটো ছবিতেই লার্জার দ্যান লাইফ ক্যানভাস আছে। আশা করব দর্শকরা এই ছবি দুটো শীঘ্রই দেখতে পারবেন।’

এরপরেই দেব নিজের লুক নিয়ে বলেন, ‘আমি জানি লুকস হোক বা গুণ সব ক্ষেত্রেই আমার থেকে অনেকেই দক্ষ আছেন। তবুও এতগুলো বছরে আমি যে এতদূর আসতে পেরেছি এটাই অনেক। অনেকেই ভেবেছিল আমি রাজনীতিতে যোগ দেওয়ার পর আমার কেরিয়ার শেষ হয়ে গেল। কিন্তু ঈশ্বরের কৃপায় সেটা হয়নি।’ নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমি বুঝেছি আমি অনেক কিছুই করতে পারতাম কেরিয়ার তৈরির করার সময়। কিন্তু যা হয়নি সেটা নিয়ে আফসোস নেই। আমি মনে করি কোনওটাই খারাপ অভিজ্ঞতা নয়। সব অভিজ্ঞতাই কোনও না কোনও ভাবে কাজে লাগে।’