ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় টানা ৯ ঘন্টা ইডির জেরার মুখোমুখি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (National Herald)৷ আগামীকাল একই মামলায় ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে তাঁকে। এমনটাই ইডি সূত্রে খবর।
অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামের একটি কোম্পানি ন্যাশনাল হেরাল্ড পত্রিকা শুরু করে৷ যা কংগ্রেস ঘরানার বলে পরিচিত। ২০১০ সালে দ্য ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি শুরু হয়। যার ডিরেক্টর ছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কাছে এই কোম্পানির ৩৮ শতাংশ শেয়ার ছিল। তাঁর মা সোনিয়া গান্ধীর ৩৮ শতাংশ শেয়ার ছিল। বাকি ২৪ শতাংশ শেয়ার ছিল কংগ্রেস নেতা মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ, সাংবাদিক সুমন দুবে এবং কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার কাছে।
বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, ইয়ং ইন্ডিয়া লিমিটেডেত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড অধিগ্রহণে জালিয়াতি হয়েছে। এতে জড়িত ছিলেন কয়েকজন কংগ্রেস নেতা। এই অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালতের দ্বারস্থ হন তিনি।
সেই মামলায় সোমবার সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। তবে এদিন ইডি দফতরে হাজিরা দিতে আসার সময় রাহুল গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা সহ কংগ্রেস নেতারা। দিল্লি সহ দেশের একাধিক জায়গায় কেন্দ্র সরকারেত বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয় কংগ্রেস। তাঁদের বক্তব্য, বিরোধীদের কন্ঠরোধ করার জন্যই ইডি, সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন।