কেকে বিতর্ককে পিছনে ফেলে রেকর্ডিং স্টুডিওতে ফিরলেন রূপঙ্কর

একদিকে কেকের কলকাতায় লাইভ শো, অন্যদিকে বাঙালির আরেক বিখ্যাত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) ফেসবুকে বিতর্কিত পোস্ট। ‘হু ইজ কেকে?’ আর তার কিছুক্ষণের মধ্যেই…

Rupankar Bagchi

একদিকে কেকের কলকাতায় লাইভ শো, অন্যদিকে বাঙালির আরেক বিখ্যাত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) ফেসবুকে বিতর্কিত পোস্ট। ‘হু ইজ কেকে?’ আর তার কিছুক্ষণের মধ্যেই গোটা দেশের মানুষকে হাসিয়ে পরলোকগমন করেন বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার কেকে। যার মৃত্যু আজও কেউ বাস্তব বলে মেনে নিতে পারে না।

আর কেকের মৃত্যুর পরেই ঝড়ের গতিতে ছড়িয়ে যায় রূপঙ্কর বাগচী সেই বিতর্কিত পোস্ট। বয়কট করতে শুরু করে গোটা সংগীত মহল তাকে। কিন্তু সেইসব আজ অতীত। সেই অতীতকে পিছনে ফেলে ধীরে ধীরে রেকর্ডিং স্টুডিওতে ফিরে আসছেন রূপঙ্কর।

   

সাংবাদিক বৈঠক করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু তাও যেন বিতর্ক থামতে চাইছে না। ইতিমধ্যেই বেশ কিছু বাংলা ছবির থেকে বাদ পড়েছেন রূপঙ্কর বাগচী। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক সুখবর দিলেন রূপঙ্কর নিজেই। ভারত সরকারের হয়ে একটি গান রেকর্ড করলেন রূপঙ্কর। ভারতের অর্থমন্ত্রকের তরফ থেকে এই গানটি আয়োজন করা হয় যেখানে রূপঙ্কর, সৌমজিত্‍, সুরেশ ওয়াদেকর, সোনু নিগম সহ একাধিক শিল্পীরা রয়েছেন। বাংলা ছাড়াও এই গানটি রেকর্ড করা হয়ে মারাঠী, তামিল, তেলুগু, মালয়লম, গুজরাটি, পাঞ্জাবি, হিন্দি, ওড়িয়া, অসমিয়া ভাষায়।

ফেসবুকে সেই গানের ভিডিওই শেয়ার করলেন রূপঙ্কর। ক্যাপশনে লিখলেন, ‘এরকম একটা সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।’ টলিউডের একাধিক ছবির গান থেকে বাদ পড়েছেন রূপঙ্কর। যেখানে রুপঙ্করের গান গাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে নাম ঢুকেছে অন্যান্য বাংলা শিল্পীদের। অনেকেই জানিয়েছেন কেকে বিতর্কে নিজের নাম জড়ানোর ফলেই কেরিয়ার খারাপ হতে শুরু করেছে রুপংকরের।