বাড়ল মোদী-যোগীদের মাথাব্যথা! হাতরস যাচ্ছেন রাহুল গান্ধী

বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাতরসে গিয়েছিলেন। পরিকল্পিত ষড়যন্ত্র না সত্যিই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তবে এখনও অভিযুক্ত ‘ভোলা বাবা’ ধরা পড়েননি।…

Rahul Gandhi to visit Hathras meet kin of victims , হাতরস যাচ্ছেন রাহুল গান্ধী

বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাতরসে গিয়েছিলেন। পরিকল্পিত ষড়যন্ত্র না সত্যিই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তবে এখনও অভিযুক্ত ‘ভোলা বাবা’ ধরা পড়েননি। এফআইআরেও তাঁর নাম নেই! প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এই পরিস্থিতিতে এবার হাতরসে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

এমনিতেই হাতরসে পদপৃষ্ট হওয়ার ঘটনায় অস্বস্তিতে যোগী প্রশাসন। তার মধ্যে রাহুলের সেখানে যাওয়ার খবরে বিজেপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ বাড়ল।

   

রাহুলকে ‘মিথ্যুক’ বলে জবাব সেনার! ৯৮ লাখ ক্ষতিপূরণ শহিদ অগ্নিবীরের পরিবারকে

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, ‘হাতরসের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। লোকসভার বিরোধী দলের নেতা (রাহুল গান্ধী) হাতরাস সফরের পরিকল্পনা করছেন। তিনি সেখানে যাবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন।’

এদিকে বুধবার রাত ১১টা নাগাদ হাতরসের ‘ভোলে বাবা’র আশ্রমে প্রবেশ করেছিল উত্তরপ্রদেশ পুলিশের ‘স্পেশ্যাল অপারেশন গ্রুপ’ (এসওজি)। বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সেই তল্লাশি শেষ হয়নি। এখনও পুলিশ রয়েছে ওই আশ্রমের ভিতরে। পদপৃষ্ট হয়ে ১২৩ জনের নিহত হওয়ার ঘটনায় ১২ জনকে আটকও করেছে পুলিশ।