রাহুলকে ‘মিথ্যুক’ বলে জবাব সেনার! ৯৮ লাখ ক্ষতিপূরণ শহিদ অগ্নিবীরের পরিবারকে

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শহিদ অগ্নিবীরদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে সংসদে ‘মিথ্যা’ বলেছেন বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শহিদ অগ্নিবীরদের দুর্দশার কথা…

agniveers family has been paid Rs 98 lakh Indian Army after Rahul Gandhi-s claim

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শহিদ অগ্নিবীরদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে সংসদে ‘মিথ্যা’ বলেছেন বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শহিদ অগ্নিবীরদের দুর্দশার কথা তুলে ধরেন। তাঁর অভিযোগ ছিল, শহিদ অগ্নিবীর অজয় সিংয়ের বাবা নিজের মুখেই জানিয়েছেন যে তাঁর ছেলের মৃত্যুর পর ক্ষতিপূরণের অর্থ পাননি। বিষয়টি লোকসভাতেও বলেন রাহুল। রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেন। এরপরই রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিল ভারতীয় সেনা।

সেনার জবাব-

   

ভারতীয় সেনার তরৎে এডিজি-পিআই বুধবার রাতে এক্স হ্যান্ডেলের পোস্ট করেন। সেখানে দাবি করা হয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টে দাবি করা হয়েছে যে কর্মরত অবস্থায় অগ্নিবীর অজয় কুমারের মৃত্যুতে তাঁর নিকট আত্মীয়কে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যা সম্পূর্ণ ভুল তথ্য। ভারতীয় সেনা অগ্নিবীর অজয় কুমারের মহৎ আত্মত্যাগকে স্মরণ করছে। পূর্ণ সামরিক সম্মানে তাঁর শেষকৃত্য করা হয়েছে। প্রাপ্য ক্ষতিপূরণ বাকি ছিল, তার মধ্যে ৯৮.৩৯ লক্ষ টাকা অগ্নিবীর অজয় কুমারের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও অগ্নিপথ প্রকল্প অনুযায়ী আরও প্রায় ৬৭ লক্ষ টাকা পুলিশের তরফে নথি যাচাইয়ের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ ক্ষতিপূরণের মোট অর্থমূল্য ১.৬৫ কোটি টাকা। শহিদ জওয়ানদের সব সময় সম্মান জানায় সেনা। দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করে।

ভিডিও শেয়ার করে কী বলেন রাহুল?

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তিনি অভিযোগ করেছেন যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শহিদ অগ্নিবীরের পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়ে সংসদে মিথ্যা বলেছেন। শহিদ অগ্নিবীর অজয় সিংয়ের বাবা নিজেই এই বিষয়ে সত্যতা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রীর উচিত সংসদ, দেশ, সেনাবাহিনী এবং শহিদ অগ্নিবীর অজয় সিংয়ের পরিবারের কাছে ক্ষমা চাওয়া। রাহুল গান্ধী তারভিডিওতে অগ্নিবীর শহিদ অজয় সিংয়ের বাবার বক্তব্যও তুলে ধরেছিলেন।

সোমবার লোকসভায় বিরোধী দলনেতা বলেছিলেন, “অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীরেরা ‘ইউজ় অ্যান্ড থ্রো’ শ্রমিক হয়ে গিয়েছেন। সীমান্তে মাইন বিস্ফোরণে তাঁদের মৃত্যু হলে তাঁদের শহিদ বলা হয় না। বলা হয় অগ্নিবীর। ফলে তাঁরা দেশের জন্য প্রাণ দিয়েও মর্যাদা পান না। তাঁদের পরিবার পেনশন পায় না। ক্ষতিপূরণ পায় না।”

রাহুল গান্ধীর দাবিই নস্যাৎ করেছে ভারতীয় সেনা।