Punjab : পাকিস্তানের মদতে পলাতক খালিস্তানি নেতা অমৃতপাল সিং, বিরাট বাহিনী পায়নি নাগাল

শিখ রাজত্বের অন্তর্গত এলাকাকে খালিস্তান হিসেবে চিহ্নিত করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন চালায় বেশকিছু উগ্র শিখ সংগঠন। তাদের মদত করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই খালিস্তানপন্থী শিখ নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছে পুলিশ।

222
ISI behind Khalistan supporter Amritpal Singh
Advertisements

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) মদত নিয়ে লুকিয়ে আছে খালিস্তানি (Khalistan) নেতা অমৃতপাল সিং। তার খোঁজে পুরো পাঞ্জাব (Punjab) জুড়ে নেমেছে বিশাল বাহিনী। সূত্রের খবর, পাঞ্জাব পুলিশ বিশেষ পরিকল্পনা করেছে। সর্বশেষ জানা গিয়েছে, অমৃতপাল সিং (Amritpal Singh) এক বাইক চালকের পিছনে বসে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা এই শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার সাথে যোগাযোগ রেখে চলেছে পাক গুপ্তচর সংস্থা।

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, আত্মগোপনে থাকা উগ্র শিখ নেতা অমৃতপাল সিং ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে পাকিস্তানের সাথে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই নির্দেশ মেনে চলছে এই খালিস্তানি নেতা। তাকে ধরতে শনিবার রাতভর টানা অভিযান চালায় পাঞ্জাব পুলিশ। অমৃতসরের কাছে অমৃতপাল সিংয়ের বাড়ি যে গ্রামে সেখানে সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

Advertisements
  • শিখ রাজত্বের অন্তর্গত এলাকাকে খালিস্তান হিসেবে চিহ্নিত করে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন চালায় বেশকিছু উগ্র শিখ সংগঠন।
  • তাদের মদত করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই খালিস্তানপন্থী শিখ নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছে পুলিশ।
  • এবার পুরো পাঞ্জাব জুড়ে চলছে আত্মগোপনে থাকা খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের খোঁজ।

শনিবার অমৃতপাল সিংকে গ্রেফতার করার অভিযান ঘিকে প্রবল উত্তেজনা পাঞ্জাবে। অমৃতপাল সিংয়ের সমর্থক এমন ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশকিছু আগ্নেয়াস্ত্র।

Advertisements

খলিস্তানি সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’র প্রধান অমৃতপাল সিং। গত মাসেই তাঁর ঘনিষ্ঠ অনুচর লভপ্রীত তুফানকে গ্রেফতার করে পুলিশ। এরপর অমৃতপাল সিং হুমকি দেয় লভপ্রীতকে না ছাড়লে ফল ভাল হবে না। থানা ঘেরাও করে হামলা করে তার অনুগামীরা। এরপরেই অমৃতপাল সিংকে গ্রেফতারের অভিযান শুরু হয়েছে।

Advertisements