Bike maintenance: বাইক কি মাইলেজ কম দিচ্ছে! মেনে চলুন এই কতগুলি নিয়ম

নিজের টাকায় বাইক কেনার স্বপ্ন অনেকেরই থাকে। আর বাইক (Bike)নিয়ে মাঝে মধ্যে সোলো ট্রিপ কিংবা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজায় আলাদা।

motor Bike girl india

নিজের টাকায় বাইক কেনার স্বপ্ন অনেকেরই থাকে। আর বাইক (Bike)নিয়ে মাঝে মধ্যে সোলো ট্রিপ কিংবা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজায় আলাদা। তবে বর্তমানে রয়েছে এমন অনেক আর্থিক প্রতিষ্ঠান যারা সহজেই বাইক কেনার জন্য আর্থিক সাহায্য করে থাকে মাসিক কিস্তিতে। তাই অল্প ডাউন পেমেন্ট দিয়ে ঝট করে বাইক কেনেন অনেকেই। তবে বাইক কিনে ফেললেও নিজের স্বপ্ন পূরণ সেই ভাবে হয়ে উঠে না। আর তার কারণ অবশ্য তেলের দাম।

বর্তমানে দেশের সর্বত্র সেঞ্চুরি হাকিয়েছে তেলের দাম। এই পরিস্থিতিতে বাইক কেনা সাধারণ মানুষের কাছে দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। কিন্তু এখন বাসে ট্রেনে ঠেলা খেতে খেতে যাওয়ার চেয়ে নিজের বাইকে যাওয়া অনেক ভালো। কিন্তু জ্বালানির দামের জন্য পিছিয়ে যান অনেকেই। তবে বাইক চালানোর বিশেষ কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি দেবে মাইলেজ।

প্রথমত বাইক চালানোর সময় গতি রাখতে হবে ৩০ থেকে ৫০ এর মধ্যে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, এই গতি হলো সবথেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য। আপনার বাইক এক লিটার তেলে যে দূরত্ব অতিক্রম করে তার থেকে অনেকটাই বেশি দূরত্ব যাবে বাইক। তাছাড়া প্রতি ২ হাজার থেকে ৪ হাজার কিলোমিটার পর পর বাইক সার্ভিসিং করান, যাতে গাড়ির সমস্ত পার্টস সবসময় ভালো থাকে। কারণ অনেক সময় গাড়ির ইঞ্জিনের মধ্যে ময়লা জমে গেলে নানান সমস্যা দেখা দেয়, যার মধ্যে গাড়ি থেকে ধোঁয়া বেরোনো কিংবা মাইলেজ কমে যাওয়া। তাই বাইক কেনার আগে অবশ্যই মাথায় রাখবেন এই সমস্ত বিষয়গুলি।