বিরোধী জোটের সঙ্গে লড়াইটা হবে। তবে জয় নিশ্চিত। মনে করছে (BJP) বিজেপি। কারণ বিজেপি বিরোধী দলগুলির সবাই একজোট হয়নি। এই অংক গণনা করে এনডিএ শিবির থেকে আদিবাসী তাস খেলে রাষ্ট্রপতি পদে (Presidential Election) দৌপদী মুর্মুকে প্রার্থী করা হয়। তিনি মনোনয়ন জমা দিলেন।
Advertisements
শুক্রবার ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু যখন রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেন তখন সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি সহ প্রথম সারির নেতারা।
Advertisements
এখন থেকে সব রাজ্যে দৌপদী মুর্মুকে সমর্থনের জন্য ঝাঁপাবে বিজেপি। অন্যদিকে, ২৭ তারিখ বিরোধী শিবিরের তরফে মনোনয়ন জমা দেবেন যশবন্ত সিনহা। মনে করা হচ্ছে, দ্রৌপদি মুর্মু প্রার্থী হওয়ার পর ঘর ভাঙতে পারে বিরোধী শিবিরের। একাধিক দল দ্রৌপদীকে সমর্থন করবে।

