Bangladesh: ভূমিকম্প তীব্রতা ৯.০ মাত্রা হলেও দুলবে না পদ্মা সেতু, নজির গড়া প্রযুক্তি

ধরিত্রী ভয়াবহ দুলবে। তবে দুলবে না পদ্মা সেতু ! এও এক নজির গড়া প্রযুক্তি। বিশ্বে এমন নেই। দাবি বাংলাদেশ (Bangladesh) সরকারের। মূলত ধরে নেওয়া হয়…

ধরিত্রী ভয়াবহ দুলবে। তবে দুলবে না পদ্মা সেতু ! এও এক নজির গড়া প্রযুক্তি। বিশ্বে এমন নেই। দাবি বাংলাদেশ (Bangladesh) সরকারের।

মূলত ধরে নেওয়া হয় ভূকম্পন তীব্রতা ৫ মাত্রা হলে ধংসের পরিমাণ বেশি হয়। রিখটার স্কেলে কম্পন তীব্রতা যদি ৫.০ মাত্রা অতিক্রম করে তাহলে ভয়াবহ বিপদ। এমনই তত্ত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশে তৈরি হওয়া পদ্মা বহুমুখী সেতু বা পদ্মা সেতু উদ্বোধনের প্রহর গুণছে। ২৫ জুন উদ্বোধন। উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতুর ভূমিকম্প প্রতিরোধ শক্তি কতখানি তা নিয়ে বিশদ তথ্য দিয়েছে বাংলাদেশ সেতু বিভাগ। এই দফতর জানাচ্ছে, চিনা প্রযুক্তিতে তৈরি খরস্রোতা নিরিখে বিশ্বে দ্বিতীয় পদ্মা নদী (প্রথম আমাজন নদী)। তার উপর তৈরি হয়েছে সেতুটি। এটি যেমন একটি নজির। তবে এই বহুমুখী সেতুর সবথেকে অভিনব নজির হলো ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা।

বাংলাদেশ সেতু বিভাগ জানাচ্ছে, রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প ধরা পড়লেও টিকে থাকবে পদ্মা সেতু। এর কারণ এই সেতুতে ব্যবহৃত ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং সক্ষমতা ১০ হাজার টন। এখনও পর্যন্ত বিশ্বে কোনও সেতুতে এমন বিয়ারিং নেই। এই প্রবল শক্তিশালী বিয়ারিং ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্প প্রতিরোধ করতে স্বক্ষম। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মহম্মদ শফিকুল ইসলাম জানান, বিয়ারিং সংক্রান্ত আরও একটি বিশ্ব রেকর্ড হলো সেতুর পিলার। প্রতি স্প্যানের মধ্যে ১০ হাজার ৫০০ টন ওজনের বিয়ারিং ব্যবহার করা হয়েছে। পৃথিবীতে এর আগে কোনও সেতুতে এমন বড় বিয়ারিং ব্যবহার করা হয়নি।

প্রমত্তা পদ্মা বর্ষায় ভয়ঙ্করী। পদ্মার বন্যা ও বছরভর জল স্রোত অনবরত আঘাত করবে সেতুর স্তম্ভগুলিকে। তার জন্য চিনের বিশেষ প্রযুক্তিবিদরা তাঁদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন।

৬.১৫ কিলোমিটার লম্বা পদ্মা সেতু নিয়ে বিশ্ব জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। বিভিন্ন দেশের প্রযুক্তিবিদরা সেতুটির গুণমান বিবেচনা করে বিস্মিত।