লোকসভা ভোটের আগে মহিলা মন পেতে মরিয়া (Lok Sabha Poll Strategy) মোদী সরকার। অন্তর্বর্তী বাজেটে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা। মহিলাদের ভোট যে দিকে, তাদেরই পাল্লা ভারী। তাই মহিলাদের মন পেতে, লোকসভা ভোটের আগের অন্তর্বর্তী বাজেটে একগুচ্ছ ঘোষণা মোদী সরকারের।
মহিলাদের স্বনির্ভর করতে ‘লাখপতি দিদি’ প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের। এই প্রকল্পের লক্ষ্যমাত্রা দু-কোটি থেকে বাড়িয়ে তিন কোটির প্রস্তাব অন্তর্বর্তী বাজেটে। এছাড়াও, ৯ থেকে ১৪ বছরের মেয়েদের সারভাইক্যাল ক্যানসার প্রতিরোধে টিকা। বাজেটে ঘোষণা করা হয়েছে, এবার থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং আশাকর্মীরাও আয়ুষ্মান প্রকল্পের আওতায় পড়বেন
অন্তর্বর্তী বাজেটে একাধিক প্রস্তাব রাখার পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নে মোদী সরকার কীকী করেছে, তারও খতিয়ান তুলে ধরেন নির্মলা সীতারমণ। তাঁর দাবি, পি এম মুদ্রা যোজনায় ত্রিশ কোটি মহিলাকে ঋণ দেওয়া হয়েছে। আবাস যোজনায় গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের। ৭০ শতাংশ ঘর বরাদ্দ হয়েছে মহিলাদের জন্য। আইনসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণ করা হয়েছে। তিন তালাক বাতিল করা হয়েছে। মোদী সরকারের আমলে গত ১০ বছরে উচ্চশিক্ষায় মহিলাদের অংশগ্রহণ ২৮% বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
২০১৯-এর লোকসভা নির্বাচনে ভোটার ছিলেন ৮৯ কোটি ৭০ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটার ৪৩ কোটি ২০ লক্ষ। অর্থাৎ ৪৮ শতাংশ ভোটারই মহিলা। এই তথ্যই বলে দেয় মহিলা ভোটারদের সমর্থন যাদের দিকে লোকসভা ভোটে তারাই এগিয়ে। পর্যবেক্ষকদের মতে, এই কারণেই মহিলা ভোটারদের মন জয়ে মরিয়া মোদী সরকার। যার প্রতিফলন দেখা গেল অন্তর্বর্তী বাজেটেও।