Tripura: ‘মুখ্যমন্ত্রী পদের দাবিদার’ প্রতিমার পদত্যাগ, বিধানসভায় কোনওরকমে গরিষ্ঠতা বিজেপির

ত্রিপুরা (Tripura) বিধানসভা ভোটে বিজেপি টানা দ্বিতীয়বার সরকার গড়েছে। তবে বিধানসভায় (Tripura Assembly) সংখ্যাগরিষ্ঠতার নিরিখে একেবারেই টায়েটোয়ে থাকল শাসকদল।

Pratima Bhowmik resigned as MLA thereby reducing BJP's strength in Tripura Assembly

ত্রিপুরা (Tripura) বিধানসভা ভোটে বিজেপি টানা দ্বিতীয়বার সরকার গড়েছে। তবে বিধানসভায় (Tripura Assembly) সংখ্যাগরিষ্ঠতার নিরিখে একেবারেই টায়েটোয়ে থাকল শাসকদল। ভোটে জিতেও বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক (Pratima Bhowmik)। তিনি পদত্যাগ করতেই ত্রিপুরায় বাজল উপনির্বাচনের ঘণ্টা।

বিধানসভা ভোটের ফলাফলে বিজেপি সরকার গড়লেও ৩২টি আসনে জিতে কোনওররমে সংখ্যাগরিষ্ঠতা পায়। ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় গরিষ্ঠতার জন্য দরকার ৩১টি আসন। এবার বিজেপি বিধায়ক হিসেবে প্রতিমা ভৌমিক পদত্যাগ করতেই শাসক দল নামল ৩১ আসনে। তাদের শরিক আইপিএফটির দখলে একটি আসন।

ভোটে বিজেপি জয়ের পর মু়খ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন প্রতিমা ভৌমিক। রাজনৈতিক গুঞ্জন কিন্তু তাঁর দাবি মানেনি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হিসেবে ড. মানিক সাহাকেই পুনরায় বেছে নেওয়া হয়। গত বিধানসভা ভোটে রাজ্যে টানা আড়াই দশকের বাম জমামার পতনের পর বিজেপির তরফে মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব। একধিক বিতর্কে জড়িয়ে তিনি পদ খোয়ান। তড়িঘড়ি মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহাকে। তিনি এবার পূর্ণ মেয়াদের মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক গুঞ্জন প্রতিমা ভৌমিক মুখ্যমন্ত্রী হতে না পেরে আর মানিক সাহার নেতৃত্বে ক্যাবিনেটে মন্ত্রী হতেও চাননি। তিনি আগরতলার বদলে দিল্লির কেন্দ্রীয় মন্ত্রীত্বকেই বেছে নেন। সেই কারণে তিনি বিধায়ক পদ থেকে সরে গেলেন। এবারের বিধানসভা ভোটে রাজ্যের অন্যতম কেন্দ্র ধনপুর থেকে জয়ী হয়েছিলেন প্রতিমা ভৌমিক। তিনি তাঁর পদত্যাগপত্র তুলে দেন বিধানসভার প্রোটেম স্পিকার বিনয়ভূষণ দাসের হাতে। প্রতিমা ভৌমিক বলেন, যেহেতু একসাথে সাংসদ ও বিধায়ক পদে থাকা যায়না তাই দলেরই নির্দেশে আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করলাম।

প্রতিমা ভৌমিক পদত্যাগ করতেই ধনপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে বিজেপির হয়ে কে লড়বেন তা নিয়ে চলছে চর্চা। এই কেন্দ্রে লড়তে পারেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য অথবা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মণ। এই দুই হেভিওয়েট নেতা এবারের ভোটে হেরেছেন। উঠে আসছে পাপিয়া দত্তের নাম।

ধনপুর বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে হেরেছিলেন প্রতিমা ভৌমিক। গত ২০১৮ সালের বিধানসভা ভোটে ত্রিপুরায় বাম জমানার পরিবর্তন হয়। ধনপুর ছিল বাম দখলে। এবারের বিধানসভা ভোটে নামেননি মানিক সরকার। তাঁর বদলে ধনপুর থেকে বামফ্রন্ট প্রার্থী ছিলেন কৌশিক চন্দ। উপজাতি গল তিপ্রা মথা বাম ভোটে বিরাট কামড় দেওয়ায় আসনটিতে হারে সিপিআইএম। কেন্দ্রটি দখল করে বিজেপি।