টিকা নিলেই মিলবে ফ্রিজ-ওয়াশিং মেশিন-কালার টিভি: অভিনব উদ্যোগ পুরসভার

News Desk, Mumbai: বিশেষজ্ঞরা বারবার বলেছেন করোনা প্রতিরোধ করতে ভ্যাকসিনই শেষ কথা। কিন্তু তারপরেও বহু মানুষ ভ্যাকসিন এড়িয়ে যাচ্ছেন। যদিও দেশে করোনা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে…

vaccination incentives

News Desk, Mumbai: বিশেষজ্ঞরা বারবার বলেছেন করোনা প্রতিরোধ করতে ভ্যাকসিনই শেষ কথা। কিন্তু তারপরেও বহু মানুষ ভ্যাকসিন এড়িয়ে যাচ্ছেন। যদিও দেশে করোনা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এমন নয়। তাই মানুষ যাতে টিকা নিতে আরও বেশি করে এগিয়ে আসেন সেজন্য এক বিশেষ কর্মসূচি নিল পুরসভা। পুরপ্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে করোনার টিকা নিলে কালার টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজের মতো বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এই অভিনব উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্রের চন্দ্রপুর পুরসভা ( chandrapur municipality)।

বৃহস্পতিবার পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের ১২ থেকে ২৪ তারিখের মধ্যে পুরসভা একাধিক টিকাকরণ শিবির করবে। এই শিবিরে যারা টিকা নেবেন তাদের জন্য থাকবে বিশেষ লাকি ড্র। এই লাকি ড্রয়ের মাধ্যমে টিকা প্রাপকরা রঙিন টিভি, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার, ফ্রিজের মতো একাধিক আকর্ষণীয় পুরস্কার পাবেন।

পুরসভার মেয়র সঞ্জয় কাঞ্চারলাওয়ার (sanjay kancharalawar) পুরসভার এই বিশেষ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পুরসভার কমিশনার রাজেশ মোহিত (rajesh mohit) সাধারণ মানুষকে পুরসভার টিকাকরণ শিবিরে টিকা নেওয়ার জন্য এগিয়ে আসতে অনুরোধ করেছেন।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, জরুরি পরিষেবা প্রদানকারী বিভিন্ন ব্যক্তি, দোকানদার এবং ব্যবসায়ীরা যদি করোনার ভ্যাকসিন না নিয়ে থাকেন তবে তাঁদের শহরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সবজি বিক্রেতা বা যে সমস্ত ব্যক্তি শহরের বাজারে বিভিন্ন জিনিস বিক্রি করেন তাঁদেরকেও বাধ্যতামূলকভাবে টিকা নিতে হবে। কারণ তাঁরা প্রতিদিন বহু মানুষের সংস্পর্শে আসেন। শুধু ঠিকা নেওয়াই নয় সঙ্গে রাখতে হবে টিকা নেওয়ার শংসাপত্রও (certificate)।

উল্লেখ্য, বুধবার চন্দ্রপুর জেলায় নতুন করে কয়েকজনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তবে মৃত্যুর কোনও খবর নেই। এ ঘটনায় পুরসভার পক্ষ থেকে টিকাকরণে মানুষকে উৎসাহ দিতে এই অভিনব পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হল। জানা গিয়েছে, চন্দ্রপুর শহরে এখনও পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ টিকার একটি ডোজ পেয়েছেন। এক লাখ মানুষ পেয়েছেন টিকার দু’টি ডোজ। কিন্তু এই শহরের মোট জনসংখ্যার তুলনায় টিকাকরণের হার যথেষ্টই কম। মানুষ যাতে টিকা নিতে আরও বেশি করে এগিয়ে আসেন তার জন্যই এই অভিনব উদ্যোগ চন্দ্রপুর পুরসভার।