Mamata Banerjee: জঙ্গি-ধর্ষকদের পুষছে মমতা! বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত দুই জঙ্গিকে বাংলা থেকে গ্রেফতার করেছে এনআইএ। তারপর থেকে সরগরম রাজ্য-রাজনীতি। তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি।…

Mamata Banerjee targets BSF

বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত দুই জঙ্গিকে বাংলা থেকে গ্রেফতার করেছে এনআইএ। তারপর থেকে সরগরম রাজ্য-রাজনীতি। তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি। বাংলাকে তৃণমূল সরকার দুষ্কৃতীদের ‘স্বর্গরাজ্য’ বানিয়ে তুলেছে বলে দাবি করেছেন বিজেপির নেতারা। তাঁদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শাসনকালে জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে বাংলা। এবার রাজ্যে এসে একইসুরে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর কথায়, জঙ্গি-ধর্ষকদের পুষছে মমতা ব্যানার্জি!

অনুরাগের দাবি, দেশের যে প্রান্তেই জঙ্গি হামলা হোক না কেন, জঙ্গিরা নিরাপদ আশ্রয় হিসেবে মমতার পশ্চিমবঙ্গকে বেছে নেয়। তিনি বলেন, ‘জঙ্গিরা পশ্চিমবঙ্গে হামলা করুক বা বেঙ্গালুরুতে হামলা করুক, ওনারা সুরক্ষা কোথায় পান? পশ্চিমবঙ্গে। কেন এমনটা হচ্ছে?’ একই সঙ্গে কাঁথি গ্রেফতার কাণ্ড ইস্যুতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, একটা নয়, এখানে অনেক উদাহরণ মিলবে কীভাবে মমতা ব্যানার্জির সরকারে পশ্চিমবঙ্গ দুষ্কৃতীর স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। যারা অপরাধমূলক কাজকর্মে জড়িত এখানে তাদের আশ্রয় মিলছে।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। আপাতত পার্থ জেলে রয়েছেন। শিক্ষা দুর্নীতি ইস্যুতে অনুরাগের তোপ, দুর্নীতিতে নয়া রেকর্ড তৈরি করেছে পশ্চিমবঙ্গ। এনাদের মন্ত্রীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। সন্দেশখালি কাণ্ডেও মমতা সরকার নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী। নারী নির্যাতন থেকে শুরু করে একাধিক অপরাধে যুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করার বদলে সুরক্ষা দিয়েছে মমতা সরকার, মত কেন্দ্রীয় মন্ত্রীর।

অনুরাগ বলেন, যারা সবদিক থেকে রাষ্ট্রবিরোধী, যারা মহিলাদের ওপর অত্যাচার করে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের সকলের সুরক্ষা মিলছে মমতা ব্যানার্জির শাসনাধীন পশ্চিমবঙ্গে। এই সুরক্ষা কেন পশ্চিমবঙ্গেই মিলছে? মহিলাদের অত্যাচারের যুক্ত রয়েছে তৃণমূলের নেতা, তাকে সুরক্ষা দিয়েছে পশ্চিমবঙ্গে সরকার। এর আগেও সন্দেশখালি নিয়ে সরব হন অনুরাগ। তিনি বলেন, বাংলার আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপ করলেই আক্রমণের মুখে পড়তে হচ্ছে ইডিকে। কেন রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চাইছে?

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা ভোট। তার আগে কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে বেশ অস্বস্তিতে তৃণমূল। দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হওয়ার কথা। সেদিন বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আসনে ভোটগ্রহণ। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে।