গোরু পাচারের তদন্তে বন্দি অনুব্রতকে দেখতে তিহারে ঢুকবে তৃণমূল প্রতিনিধিরা

anubrata mondal

ভালো নেই আমি এমনই বলছেন (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল। বারবার জামিন আবেদন খারিজ হচ্ছে। কোটি কোটি টাকার বেআইনি লেনদেনে তিহার জেলে বন্দি বীরভূম জেলা (tmc) টিএমসি সভাপতি। বন্দি অনুব্রতর কন্যা। তাদের সাথে দেখা করতে (tihar jail) তিহার জেলে যাচ্ছেন টিএমসি প্রতিনিধিরা। মমতার প্রিয় কেষ্টর সাথে জেলেই হবে বিশেষ আলোচনা। এমনই জানা যাচ্ছে।

তিহার জেলে তৃণমূলের প্রতিনিধি দলে আছেন সাংসদ দোলা সেন ও অসিত মাল। আগে সাক্ষাতের অনুমতি মেলেনি। তবে শুক্রবার অনুমতি মিলেছে।

   

মমতার প্রিয় অনুব্রতর পাশে থাকার বার্তা দিতে তিহারে তৃণমূলের প্রতিনিধি দল যাবে। আলোচনা হবে পঞ্চায়েত ভোটে বীরভূমের পরিস্থিতি নিয়ে। অনুব্রত জেলে যেতেই বীরভূমে শুরু হয়েছে তৃণমূল ভাঙন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন