Abhishek Banerjee: সিকিউরিটি ডিপোজিট নিয়েও ট্রেন বাতিল বললেন অভিষেক

তৃণমূলের দিল্লি যাওয়া পরিকল্পনায় বড় ধাক্কা দিল রেল। দিল্লি যাত্রার জন্য পাওয়া গেল না স্পেশ্যাল ট্রেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল। তারপরই ক্ষোভে…

Abhishek Banerjee tripura

তৃণমূলের দিল্লি যাওয়া পরিকল্পনায় বড় ধাক্কা দিল রেল। দিল্লি যাত্রার জন্য পাওয়া গেল না স্পেশ্যাল ট্রেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল। তারপরই ক্ষোভে ফুঁসছে শাসকদল তৃণমূল। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “আমরা ২৩ সেপ্টেম্বর আবেদন করেছি। আগে মৌখিকভাবে কথা হয়েছিল, টাকাও জমা দিয়েছি। সিকিউরিটি ডিপোজিটও রেল নিয়েছে। ২০টা বগির জন্য আবেদন করা হয়েছিল। শেষ মুহূর্তে বাতিল করা হল।৩০ তারিখ ট্রেন রওনা দেওয়ার কথা ছিল, ২৯ তারিখ বিকালবেলা মেইল করে জানাচ্ছে ট্রেন দিতে পারব না।আপনার দয়ায় আমরা বসে নেই। আমরা বিকল্প ব্যবস্থা করে নিতে পারি।”

এদিন রীতিমতো হুঙ্কারের সুরে অভিষেক বলেন, “তৃণমূলের কর্মসূচীকে ভয় পাচ্ছে বিজেপি। বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি।বাংলার মানুষের উপর অত্যাচার বাড়ছে। বাংলার কণ্ঠস্বর দিল্লির বুকে পৌঁছাবে। যাঁর যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। কিন্তু, এই লড়াই চলবে। এই লড়াই আটকানোর মতো ক্ষমতা কারও নেই। এটা তৃণমূলের নয়, মানুষের লড়াই। ভোটের লড়াই নয়, এটা অধিকারের লড়াই।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সাফ প্রশ্ন, “দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নিন। ট্রেন ক্যানসেল করছেন কেন? আপনার এত ভয় কিসের?”

   

প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক দিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল। সেই কর্মসূচিতে পালন করতে একশো দিন, আবাস যোজনার জব কার্ড হোল্ডারদের নিয়ে দিল্লি যাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। যে কারণেই ৩০ সেপ্টেম্বর চাওয়া হয়েছিল বিশেষ ট্রেন। যা মিলছে না।