BJP: মমতাকে লাগাতার কটাক্ষে অসন্তুষ্ট সংঘের একাংশ, শুভেন্দুর অপসারণ চেয়ে শাহকে চিঠি

পঞ্চায়েত নির্বাচনে দলের শোচনীয় ফলাফলের নৈতিক দায় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়াতে হবে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। এমন দাবি উঠছে বিজেপির অন্দরে।

File pic

পঞ্চায়েত ভোটে ফল ভালো হয়নি (BJP) গেরুয়া শিবিরের। এবার সেই কারণেই বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অপসারণের দাবি উঠল। এই দাবি জোরালো হচ্ছে (RSS) আরএসএস থেকে। বঙ্গ বিজেপিতে থাকা সংঘের একাংশ প্রবল সরব। তারা অমিত শাহর (Amit Shah) সাথে যোগাযোগ করবেন বলে জানাচ্ছেন।

পঞ্চায়েত নির্বাচনে দলের শোচনীয় ফলাফলের নৈতিক দায় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়াতে হবে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। এমন দাবি উঠছে বিজেপির অন্দরে বলে সূত্রের খবর। জানা গিয়েছে যে এমন দাবি যাঁরা তুলছেন তাঁরা দলের আদি কর্মী এবং সঙ্ঘ ঘনিষ্ঠ। তাঁরা দাবি করছেন যে শুভেন্দু অধিকারীর জন্যই দল থেকে বাদ থেকেছেন আদি কর্মী থেকে নেতারা। শুভেন্দুর নামের সাথেই উঠে আসছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও।

   

পঞ্চায়েত ভোটের ফল বেরিয়েছে সদ্য। ২০২৩ এর পঞ্চায়েতের ফলাফল বলছে ১টিও জেলা পরিষদ দখল করতে পারেনি বিজেপি। বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপির রয়েছে ৬০’র ওপর বিধায়ক, ১৭জন সাংস। আছেন ৪ জন কেন্দ্রীয় মন্ত্রী। এরপরও শোচনীয় ফলাফলে ক্ষোভ দলের অন্দরেই। বিজেপি মাত্র ৬ টি পঞ্চায়েত সমিতি দখল করতে পেরেছে।

সূত্রের খবর, দলের অন্দর থেকে এই খারাপ ফলের জন্য শুভেন্দুর নীতিকেই দায়ী করছে। কী কী কারণে এই ফলাফল? বিজেপির একাংশ মনে করছেন সংখ্যালঘুদের অপমান, সব সময় দলকে খাটো করে নিজেকে তুলে ধরা এবং অধিকাংস সময় ‘পিসি-ভাইপো’ নামে (অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়) ব্যক্তিগত স্তরে আক্রমণ, এইসব কারণের জন্য শুভেন্দুকে অপসরণ করার দাবি উঠেছে।

এইসব কারণের জন্য শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর দাবি তুলেছেন বঙ্গ বিজেপির আদি নেতারা। তাঁরা অমিত শাহকে এই মর্মে চিঠি পাঠাবেন বলে জানা গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন