Transfer Window: মহারাষ্ট্রের এই তরুণ ফুটবলারকে এবার দলে নিল মোহনবাগান

Transfer Window: আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস।

vian vinay murgod

Transfer Window: আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। গতবার বেঙ্গালুরু এফসি কে ট্রাইবেকারে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হলেও একজন দক্ষ সেন্টার ফরোয়ার্ডের অভাব ছিল সেই শুরু থেকেই। দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে হুগো বুমোসের মত ফুটবলাররা দলে থাকলেও আদতে দক্ষ ফরোয়ার্ড ছিলেন না। তারা কেউ। যারফলে, একাধিকবার গোলের সহজ সুযোগ হাতছাড়া করতে বাগান ফুটবলারদের।

পাশাপাশি জেতা ম্যাচে ও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল অনিচ্ছাকৃতভাবে। তাই নয়া মরশুমে সেই সমস্যা দূর করার পাশাপাশি আগত এএফসি কাপের মতো সন্মানজনক টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার লক্ষ্যে এবারের দল বদলের বাজারে বড়সড় চমক দিয়েছে সবুজ-মেরুন। গত কাতার বিশ্বকাপ খেলা অজি ফুটবলার জেসন কামিন্স কে দলে টেনেছে কলকাতার এই প্রধান। পাশাপাশি ইউরোপা লিগ খেলা আর্মান্দো সাদিকুর ও ডেস্টিনেশন হয়েছে মোহনবাগান।

তবে শুধু সিনিয়র দল নয়। হুয়ান ফেরেন্দোর ছেলেদের পাশাপাশি বাগানের জুনিয়র দলের দিকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছে বাগান ম্যানেজমেন্ট। সেইমতো রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ খেলার আগে একাধিক প্রতিভাবান ফুটবলার কে সই করিয়ে ছিল মোহনবাগান। তবে লিগ শেষ হতেই দলের বিদেশি কোচ রোমাকে সরিয়ে হুয়ান ফেরেন্দোর সহকারী বাস্তব রায়ের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব।

এবার তার তত্ত্বাবধানে ই কলকাতা লিগ খেলছে মোহনবাগান দলের জুনিয়ররা। প্রথম ম্যাচে সাফল্য ও এসেছে তাদের। প্রথম দিকে ১ গোলে পিছিয়ে থাকলেও পরবর্তীতে ৫-১ গোলে পাঠচক্র কে পরাজিত করে মোহনবাগান সুপারজায়ান্টস। যা দেখে খুশি সবুজ-মেরুন সমর্থকরা।

তবে দলের কল্যানের কথা ভেবে বর্তমানে শক্তিশালী ব্যাকআপ গড়ে তোলাই একমাত্র লক্ষ্য ম্যানেজমেন্ট। সেজন্য গত কয়েকদিনে একাধিক তরুণ ফুটবলার কে সই করিয়েছিল দল। এবার সেই তালিকায় উঠে আসল আর এক প্রতিভাবানের নাম। তিনি ভিয়ান ভিনয় মুগোদ। মূলত দলের রিজার্ভ বেঞ্চ কে শক্তিশালী করতে এবার ১৯ বছরের এই প্রতিভাবান স্ট্রাইকার কে দলে টানল সবুজ-মেরুন ব্রিগেড। বলাবাহুল্য, গত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে রিলায়েন্স ইয়ং চ্যাম্পসের হয়ে খেলেছিলেন এই ফুটবলার। এবার তাকে টেনে নিয়ে ফের বড়সড় চমক দিল বাগান শিবির।