Kuno National Park: আবার একটা…! মোদীর পছন্দের কুনো পার্ক এখন চিতার মৃত্যুভূমি

ফের মৃত্যু হল চিতার। মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে গত চার মাসে মৃত্যু হল অষ্টম চিতার। জানা গিয়েছে শুক্রবার সকালে সুরজ নামে চিতাকে মৃত অবস্থায় পাওয়া যায়।…

ফের মৃত্যু হল চিতার। মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে গত চার মাসে মৃত্যু হল অষ্টম চিতার। জানা গিয়েছে শুক্রবার সকালে সুরজ নামে চিতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এই সংরক্ষিত এলাকাটি চিতা অভয়ারণ্য বলে আফ্রিকা থেকে চিতা আনানোর ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেই কুনো অভয়ারণ্য যেন চিতার মৃত্যুভূমি।

গত ১১ জুলাই কুনো পার্কে মৃত্যু হয় তেজস নামে বাঘের। তেজসের অটোপ্সি রিপোর্ট থেকে জানা যায় স্ত্রী চিতার আঁচড়ে সে জখম হয়েছিল। সেই ঘটনার তিন দিনের মাথায় ফের মৃত্যু দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যপ্রদেশে আনা আরও এক চিতার। গত ২৭ মার্চ কিডনি জনিত সমস্যার জন্য স্ত্রী চিতা সাশার মৃত্যু হয়েছে। তার আগে ডিহাইড্রেশনে ২৫ মে দুটি বাঘের মৃত্যু হয়।

মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে এই নিয়ে গত ৪ মাসে ৮ টি বাঘের মৃত্যু হল। তেজসের মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই আরও দুটো চিতা কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই পার্ক রয়েছে শিওপুর জেলায়। এখন কুনো পার্কের জঙ্গলে রয়েছে ১১ টি বাঘ। সোমবার দুটো পুরুষ চিতা প্রভাস এবং পভক কে ছাড়া হয়। সংবাদ সংস্থা পিটিআইকে শিওপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার পি কে বর্মা জানান, এই দুটো বাঘ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরের ১৭ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ টি নামিবিয়ান চিতা কুনো পার্কে ছাড়েন। এদের মধ্যে ৫টি মেয়ে চিতা এবং ৩ টি পুরুষ চিতা। দেশজুড়ে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi Birthday) ৭২ তম জন্মদিন পালন করা হয়। এদিকে তাঁর জন্মদিন উপলক্ষ্যে ৭ দশক পর ভারতে ফেরে চিতা (Cheetah)। বায়ুসেনার চিনুক বিমানে নামিবিয়া থেকে মধ্যপ্রদেশে আনা হয় ৮টি চিতাকে। তাঁদের কুনো অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। অভয়ারণ্যে নিজের হাতে চিতাগুলিকে ছেড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। চলতি বছরের ১৮ই ফেব্রুয়ারি আরও ১২ টি চিতা আফ্রিকা থেকে আনা হয়। এর মধ্যে ৭ টি পুরুষ এবং ৫ টি স্ত্রী চিতা। উল্লেখ্য, ১৯৫২ সালে দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছিল চিতা। প্তবে ভারতে চিতার সমগোত্রীয় লেপার্ডের দেখা মেলে।