HomeBharatPoliticsMukul Roy: 'নিখোঁজ' নন মুকুল রায়, ফের দিল্লিতে ঘোরাঘুরি শুরু

Mukul Roy: ‘নিখোঁজ’ নন মুকুল রায়, ফের দিল্লিতে ঘোরাঘুরি শুরু

- Advertisement -

ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল কংগ্রেস এমন রাজনৈতিক সমীকরণ তৈরি করা (Mukul Roy) মুকুল রায় ফের দিল্লি চলে গেলেন। তিনি কেন দিল্লিতে তা নিয়ে তীব্র জল্পনা। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরা মুকুল রায়কে ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে।

মুকুল রায় নিখোঁজ বলে এয়ারপোর্ট থানায় অভিযোগ করেন তাঁর ছেলে তথা বীজপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়। সোমবার বিকেল ৫টা নাগাদ কৃষ্ণনগরের বিধায়ক তথা তৃণমূলের প্রবীণ নেতা মুকুল রায়কে দুজন যুবক এসে নিয়ে যায় বলে অভিযোগ। মঙ্গলবার জানা গেল মুকুল রায় দিল্লিতে আছেন।

   

তিনি অসুস্থ। এই পরিস্থিতিতে কী করছেন দিল্লিতে তা নিয়ে তীব্র জল্পনা। মুকুল রায় আবার বিজেপিতে যোগদান করতে পারেন এই গুঞ্জন তীব্র। তবে এই বিষয়ে শুভ্রাংশু কোনও উত্তর দিতে চাননি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular