Patna: পাটনায় ৩০ হাজার লিটার তেলের গোডাউনে আগুন, প্রবল বিস্ফোরণের আশঙ্কা

পাটনায় (Patna) একটি পরিশোধিত তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং আগুন নেভাতে অভিযান চলছে।মঙ্গলবার সকাল থেকে পাটনা শহরের চক থানা এলাকায় মঙ্গল তালাবের কাছে পরিশোধিত…

পাটনায় (Patna) একটি পরিশোধিত তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং আগুন নেভাতে অভিযান চলছে।মঙ্গলবার সকাল থেকে পাটনা শহরের চক থানা এলাকায় মঙ্গল তালাবের কাছে পরিশোধিত তেল ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোডাউনে রাখা পরিশোধিত তেল ও কৃত্রিম সুতোয় পুড়ে ধোঁয়া হচ্ছিল। পাঁচ ঘণ্টার বেশি পার হয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আগুন নেভানোর জন্য হাইড্রোলিক ক্রেন ডাকা হয়েছে। আগুন আশেপাশের বাড়িতে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য উচ্চতা থেকে জল ফেলা হচ্ছে।

আগুন থেকে নির্গত কালো ধোঁয়া প্রায় এক কিলোমিটার দূর থেকে দৃশ্যমান। ঘটনাস্থলে পৌঁছে দমকলের দেড় ডজনেরও বেশি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া বিস্কুট কারখানায় এই তেলের গোডাউন চলছিল।

গোডাউনে প্রায় ত্রিশ হাজার লিটার তেল ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রমেশ কুমার সুরেশ কুমার নামে একটি কোম্পানির মালিক রাজু নাভারাইয়া দুই মাস আগে পরিশোধিত তেলের রিপ্যাকিং শুরু করেন। দুই দিন আগে ট্যাঙ্কারে ৩০ হাজার লিটার পরিশোধিত তেল গোডাউনে পৌঁছেছিল।