Mamata Banerjee: উত্তরবঙ্গে একই সময়ে মমতা-রাহুল, হবে কি আসন সমঝোতা ?

কয়েকমাস পরেই লোকসভা নির্বাচন। সরকার বিরোধিতায় ময়দানে নেমেছিলেন বিরোধীরা। কিন্তু সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সমীকরণ। বাংলায় জোটের অঙ্ক মেলাতে বেগ পেতে হচ্ছে রাজনীতিকদের। তৃণমূল সুপ্রিমো…

কয়েকমাস পরেই লোকসভা নির্বাচন। সরকার বিরোধিতায় ময়দানে নেমেছিলেন বিরোধীরা। কিন্তু সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সমীকরণ। বাংলায় জোটের অঙ্ক মেলাতে বেগ পেতে হচ্ছে রাজনীতিকদের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন দুটো-র বেশি দেব না। এই সমস্ত জল্পনার মাঝে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ন্যায় জোড়ো যাত্রা পৌঁছাচ্ছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে উত্তরবঙ্গে যাচ্ছেন। অন্তত নির্ধারিত সূচি সেটাই বলছে। মমতার এই উত্তরবঙ্গ সফরে আসন বন্টন নিয়ে কোনো সমঝোতা হয় কিনা সেদিকে নজর সকলের।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ২৯ জানুয়ারি থেকে জেলা সফর শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৯ জানুয়ারি কোচবিহারে প্রশাসনিক সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতেও সভা করতে পারেন তিনি। আর ওই একই সময়ে উত্তরবঙ্গে থাকার কথা রাহুল গান্ধীরও। ২৮ ও ২৯ তারিখ ভারত জোড়ো ন্যায় যাত্রা-র অংশ হিসেবে উত্তরবঙ্গে ওই সফরে থাকবেন রাহুল।শিলিগুড়ির একাধিক জায়গায় পদযাত্রা হওয়ার কথা তাঁর।

আসন সমঝোতা নিয়ে তৃণমূলের সঙ্গে আলোচনা চলছে বলেও মঙ্গলবার জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সোমবার কলকাতায় সংহতি মিছিলের শেষে পার্ক সার্কাসের সভায় ‘ইন্ডিয়া’ জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী। নাম না-করে রাহুলকেও খোঁচা দিয়েছিলেন। তৃণমূল নেতৃত্বকে সম্মান না দিয়ে কংগ্রেস ‘ইন্ডিয়া’ জোটকে নিজেদের মর্জিমাফিক চালাচ্ছে বলেও অভিযোগ করেছিলেন মমতা।