Mahua Maitra: আমরা সকালে পুজো করি, বিজেপি কেস ফাইল করে: মহুয়া

Mahua Maitra

মহুয়া মৈত্রর (Mahua Maitra) বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের মামলা করেছে সিবিআই। এর আগে ঘুষের বিনিময়ে প্রশ্ন কান্ডের জেরে মামলা করে কেন্দ্রীয় এজেন্সি। এবার লোকসভা ভোটের মুখে আবার মামলা করল কেন্দ্রীয় এজেন্সি। কিছুদিন আগে কৃষ্ণনগরের সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন এক সভামঞ্চ থেকে মহুয়ার পক্ষ গর্জে উঠে বলেন, ‘ভোটে দাঁড়ালে আবার জিতবে মহুয়া।’

তখনই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল মহুয়া মৈত্রকে আবার ভোটে দাঁড় করাবে তৃণমূল। ১০ মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে কৃষ্ণনগরের প্রার্থী হিসেবে মহুয়া মৈত্রর নাম ঘোষণা করেন দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অন্যান্য প্রার্থীদের সঙ্গে র‍্যাম্পে হেঁটেছিলেন মহুয়া মৈত্র।

   

এবার ভোটের মুখে তাঁকে জেরা করতে ডাকতে পারে ইডি। যদিও মহুয়া কারও পরোয়া করেন না বলেই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের যেমন মহিলা সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে। বিজেপির ইডি সিবিআই আছে। আমরা যেমন রোজ সকালে উঠে পুজো পরি ওরা কেস ফাইল করে। এতে আমার বিন্দুমাত্র যায় আসে না।’

নিজের নির্বাচনী এলাকায় রীতিমতো প্রচার শুরু করে দিয়েছেন মহুয়া মৈত্র। তাঁর প্রচারসভাকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহও দেখা যাচ্ছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রর পক্ষে জনসভা করেছেন কৃষ্ণনগরের মাটিতে। মহুয়া নিজেও আশাবাদী। তবে কৃষ্ণনগরের মানুষ ভোটবাক্সে কাকে বেছে নেয় সেটাই এখন দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন