Kirti Azad: মহিষাসুরকে ভোটে হারিয়ে বধ করব তৃণমূল, দিলীপকে তোপ কীর্তির

বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষকে এবার বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী করেছে বঙ্গ বিজেপি। দিন দুয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করে কটাক্ষের স্বীকার হয়েছেন দিলীপ ঘোষ।…

Kirti Azad

বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষকে এবার বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী করেছে বঙ্গ বিজেপি। দিন দুয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করে কটাক্ষের স্বীকার হয়েছেন দিলীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে তৃণমূলের দশ প্রতিনিধি দল। তারপরেও নির্বাচন কমিশনকে ‘মেসোমশাই’ বলেছিলেন দিলীপ ঘোষ। এবার তাঁকে কটাক্ষ করলেন কীর্তি আজদ (Kirti Azad)।

তিনি নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে আজ ক্রিকেট খেলায় মেতে ওঠেন। দলীয় কর্মীরা উইকেটের পিছনে দাঁড়িয়ে তাঁকে উৎসাহিত করেন। একের পর এক বাউন্ডারি হাঁকাতে দেখা যায় দিলীপ ঘোষকে। খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিপক্ষ প্রার্থী কীর্তি আজাদকে কটাক্ষ করে বলেন, আমি রিটায়ার্ড নই, টায়ার্ডও নই। যেমন পিচ তেমন খেলি এবং জিতি। ওরা তো তাল পাবে না কবে ভোর পেরিয়ে যাবে।

   

চুপ করে বসে থাকেননি তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। তিনি দিলীপ ঘোষকে মহিষাসুর বলে অভিহিত করেন। কীর্তি আজাদের কথায়, বিজেপির লোকেরা দিলীপ ঘোষকে হাসপাতালে পাঠাক। না-হলে আমরা চাঁদা তুলে পাঠাব। মমতা দিদির দল এবার ভোটে মহিষাসুরকে বধ করবে।

ভোটযুদ্ধে আসর জমে উঠেছে বর্ধমান-দুর্গাপুরে। বিজেপি-তৃণমূল জয়ী হতে মরিয়া। পক্ষ-প্রতিপক্ষকে আক্রমণ করে বাক্যবাণে বিদ্ধ করছে। সাধারণ মানুষ গত পাঁচ বছরের কাজের হিসেব দেখে ভোট দেবে। পদ্মশিবিরের দিলীপ ঘোষ নাকি ঘাসফুলের কীর্তি আজাদ– ভোটবাক্সে দিলীপ নাকি কীর্তিকে বেছে নেবে সাধারণ মানুষ, সেটাই এখন দেখার।