মোদী সরকারকে নয়া চ্যালেঞ্জ অভিষেকের

ভোটের বাংলায় বিনামূল্যে গ্যাসের চ্যালেঞ্জ । ৫ বছর ফ্রিতে রান্নার গ্যাস দিক কেন্দ্র। তাহলে সব আসন থেকে প্রার্থী তুলে নেবে তৃণমূল। প্রচার মঞ্চ থেকে চ্যালেঞ্জ…

Abhishek-Banerjee

ভোটের বাংলায় বিনামূল্যে গ্যাসের চ্যালেঞ্জ । ৫ বছর ফ্রিতে রান্নার গ্যাস দিক কেন্দ্র। তাহলে সব আসন থেকে প্রার্থী তুলে নেবে তৃণমূল। প্রচার মঞ্চ থেকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, মাথা পিছু ২১ টাকার টোপ দিয়ে ভোট চাইছে বিজেপি। শনিবার মথুরাপুরের সভা থেকে অভিষেক বলেন, ‘একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার। মানুষকে কথা দিক আগামী ৫ বছর ১ হাজার টাকার রান্নার গ্যাস ফ্রিতে দেব। ৪২টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেব। এত বড় কথা দিয়ে গেলাম।’

রাজ্যে প্রায় অর্ধেক ভোটারই মহিলা। একুশের বিধানসভা ভোট। তারপর তেইশের পঞ্চায়েত ভোটে এই মহিলা ভোটের বড় অংশেরই সমর্থন যায় তৃণমূলের ঘরে। পর্যবেক্ষকদের একাংশের মতে, ডিভিডেন্ড দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার সামনে লোকসভা ভোট। মহিলা ভোটারদের মন জয়ে আবারও লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখেই ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল। এর মোকাবিলায় মহিলা মন জয়ে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপিও।

   

এই আবহে এবার পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আপনার ৩ হাজার টাকার লক্ষীর ভাণ্ডারের দরকার নেই। আপনি ১ হাজার টাকার গ্যাস ফ্রি করুন।’

কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। তাঁকে কদিন আগেই ফোন করে কথা বলেন নরেন্দ্র মোদি। দেন গরিবদের টাকা ফেরতের প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা আইনি পরামর্শ নিচ্ছি। বাংলায় ইডি প্রায় তিন হাজার কোটি টাকা। বাজেয়াপ্ত করেছে। এটা গরীব মানুষের টাকা। কেউ শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছেন। কেউ ক্লার্ক হওয়ার জন্য টাকা দিয়েছেন। আমি আইনি পরামর্শ পেলে নতুন সরকার গঠনের পরেই আইন অনুযায়ী এই তিন হাজার কোটি টাকা যাঁরা ঘুষ দিয়েছিলেন তাঁদের সবাইকে ফেরত দিতে চাই।’

সেদিনই ভোটের আগে ভাঁওতাবাজি বলে সরব হয়েছিল তৃণমূল। এবার প্রচারের মঞ্চ থেকে এ নিয়ে সুর চড়ালেন খোদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর দাবি, মাথাপিছু ২১ টাকার টোপ দিয়ে দিয়ে ভোট চাইছে বিজেপি। এদিন সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘৩ হাজার কোটি উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেব.. কেরলের প্রার্থীকেও বলছেন ফেরত দেবেন.তারমানে সারা ভারতবর্ষে ফেরত দেবেন। ভারতের জনসংখ্য়া কত ১৪০ কোটি। তার মানে সারাভারতে ৩ হাজার কোটি ফেরত দিলে একেক জন পাবে ২১ টাকা। ২১ টাকা দিয়ে ৫ বছরের জন্য আপনাদের ভোট চাইছে।এদের ফাঁদে পা দেবেন? কত বড় দুনম্বরী।’

দুর্নীতির তদন্তে বাংলায় তৎপর একাধিক কেন্দ্রীয় এজেন্সি। একে হাতিয়ার করে চব্বিশের ভোট প্রচারে বারবার তৃণমূলকে বিঁধছে বিজেপি। এ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে তৃণমূলও। এবার অভিষেকের নতুন এজেন্সি কটাক্ষ। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই। ৪টে আসন খালি রয়েছে। আমি বলব একটা ইনকাম ট্যাক্স, একটা এনআইএ, একটা সিবিআই ও একটা ইডি। এই চারজন ডিরেক্টরকে দাঁড় করাক। দেখুন বাংলার ক্ষমতা।’