মার্কিন প্রেসিডেন্টের দৌড়ে ট্রাম্পকে ছাড়িয়ে এগিয়ে গেল কমলা

আর প্রতীক্ষার একমাস। নভেম্বরে শুরুতেই ভোট মার্কিন মুলুকে (US Election 2024)। ডেমোক্র্যাট-রিপাবলিকান যুযুধান দুই শিবিরই ব্যস্ত শেষমুহুর্তের প্রস্তুতিতে। তবে মার্কিন দেশের শেষ কয়েকটি টিভি বিতর্কে…

Kamala Harris lead against Donald Trump in upcoming usa elections

আর প্রতীক্ষার একমাস। নভেম্বরে শুরুতেই ভোট মার্কিন মুলুকে (US Election 2024)। ডেমোক্র্যাট-রিপাবলিকান যুযুধান দুই শিবিরই ব্যস্ত শেষমুহুর্তের প্রস্তুতিতে। তবে মার্কিন দেশের শেষ কয়েকটি টিভি বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বলে বলে গোল দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় দাবি করা হয় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। মূলত নেভাডা, পেনসেলভেনিয়া, অ্যারিজোনা, মিশিগান, নর্থ ক্যারোলিনা ও উইসকন্সিনের মতো ‘সুইং স্টেটস’ গুলিই মার্কিন রাজনীতির দিক নির্দেশ করে। 

চাকরি নেই! আর্থিক বৃ্দ্ধি হলেও বেকারত্ব কমেনি ভারতে

   

আর ভোটের ফলাফলের ক্ষেত্রেও এই রাজ্যগুলির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে ওই সমীক্ষার মতে এই সমস্ত রাজ্যগুলিতে ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছে কমলাই। তবে আগামী একমাসে অর্থ্যাৎ অক্টোবরে এই তিন পয়েন্টের ব্যবধান কমলা আরও কতটা বাড়াতে পারেন অন্যদিকে ট্রাম্প কীভাবে এই ব্যবধান মিটিয়ে কমলাকে টেক্কা দিতে পারেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ববাসী। তবে এখনও পর্যন্ত মার্কিন দেশের ৪৭ শতাংশ মানুষ মনে করেন কমলা হ্যারিসই হবেন পরবর্তী প্রেসিডেন্ট, অন্যদিকে ৪০ শতাংশ ট্রাম্পকেই বেছে নিয়েছেন নিজেদের নেতা হিসেবে। 

জ্যোতি বসুর ‘ঐতিহাসিক ভুল’ নিয়ে বিস্ফোরক ফারুক আবদল্লাহ

জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তাঁর সমর্থন দিয়েছেন। মার্কিন ভোটে ডোমোক্র্যাট দল পুরনায় ক্ষমতা দখল করলে কমলা হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশদ্ভুত প্রেসিডেন্ট। নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।

একই বাড়িতে থাকেন, মায়ানমারে খেয়ে ভারতে ঘুমোতে যান তাঁরা! জানেন কোথায় এই অদ্ভুত গ্রাম?

যদিও কমলা হ্যারিস তাঁর সাড়ে তিন বছরের কার্যকালে নজিরবিবীন সাফলতা দেকাতে পারেননি। তবে সম্প্রতি গর্ভপাতের অধিকারের বিষয়ে তাঁর জোরাল অবস্থান মার্কিনি তরুণ ভোটারদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। প্রেসিডেন্ট পদে জো বাইডেনের তুলনায় কমলা কী সত্যিই যোগ্য? এক সমীক্ষায় অংশগ্রহণকারীদের অনেকেরই দাবি যে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেনের চেয়ে কমলা হ্যারিসই শক্ত প্রতিদ্বন্দ্বী।