বেকারত্বের শীর্ষে বামশাসিত কেরল

বরবারই অন্ন-বস্ত্র-বাসস্থানের পক্ষে সওয়াল করেছে বামেরা। এই তিন সমস্যার সামাধানে একমাত্র বামেরাই ভরসা বলে দাবিও করেন। আর বামশাসিত কেরলই বেকারত্বে (Kerala unemployment) শীর্ষে। এমনই তথ্য…

বরবারই অন্ন-বস্ত্র-বাসস্থানের পক্ষে সওয়াল করেছে বামেরা। এই তিন সমস্যার সামাধানে একমাত্র বামেরাই ভরসা বলে দাবিও করেন। আর বামশাসিত কেরলই বেকারত্বে (Kerala unemployment) শীর্ষে। এমনই তথ্য উঠে এল কেন্দ্রীয় সরকারের সমীক্ষায়।

কেমন চলছে অর্থনীতি? কাজের বাজার কেমন? এই ধরনের নানা তথ্য পেতে সমীক্ষা চালায় কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রক। যার নাম – পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা পিএলএফএস। ২০২৩-২৪ অর্থবর্ষের সেই সমীক্ষা রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এতেই উঠে এসেছে কেরলের বেকারত্বের তথ্য। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে কেরলে বেকারত্বের হার ২৯.৯ শতাংশ। লাক্ষাদ্বীপ কিংবা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো কেন্দ্রশাসিত অঞ্চল বাদ দিলে বেকরত্বের হারে দেশের মধ্যে শীর্ষে কেরল। ২০১৬ সাল থেকে এই রাজ্যের ক্ষমতায় রয়েছে বামেরা। ২০১৮ থেকে দেশের একমাত্র বামশাসিত রাজ্য কেরল। সেই রাজ্যেই বেকারত্বে শীর্ষে।

   

ভারতের দক্ষিণের রাজ্য কেরল। পশ্চিমে আরব সাগর। দক্ষিণে ভারত মহাসাগর। বন্দর, সমুদ্র নির্ভর নানা শিল্প রয়েছে। কেরল থেকে অনেকেই মধ্যপ্রাচ্যে কাজে যান। রেমিট্যান্স কেরলের অর্থনীতির বড় ভিত্তি। এছাড়া কেরলের পর্যটন শিল্পও জনপ্রিয়। বাংলা থেকে অনেকেই কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান। কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুসারে, দেশের মধ্যে বেকারত্বের হারে শীর্ষে কেরল।

২০২৩-২৪ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ৯ শতাংশ। ২০২১-২২-এ তরুণদের মধ্যে বেকারত্বের হার ১১.৩ শতাংশ ছিল। বাংলায় বেকারত্বের হার দু’বছরে প্রায় ২ শতাংশ কমেছে। দেশে ২০২৩-২৪ অর্থবর্ষে বেকারত্বের হার ছিল ৩.২ শতাংশ। তবে ১৫-২৯ বছর বয়সি তরুণদের মধ্যে বেকারত্বের হার ১০.২ শতাংশ।