Sujan Bhattacharya: মানুষ তৃণমূল থেকে নিষ্কৃতি, বিজেপি থেকে পরিত্রাণ চায়: সুজন

যাদবপুরের সুজন ভট্টাচার্যকে (Sujan Bhattacharya) দমদম লোকসভা কেন্দ্র থকে প্রার্থী করছেন সিপিআইএম। লোকসভা ভোটের মুখে নিজের নির্বাচনী এলাকায় প্রচারে ব্যস্ত সুজন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে…

Sujan Bhattacharya

যাদবপুরের সুজন ভট্টাচার্যকে (Sujan Bhattacharya) দমদম লোকসভা কেন্দ্র থকে প্রার্থী করছেন সিপিআইএম। লোকসভা ভোটের মুখে নিজের নির্বাচনী এলাকায় প্রচারে ব্যস্ত সুজন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলে তিনি বলেছেন, এবার তিনি আশাবাদী, সিপিআইএম ভালো ফল করবে।

অন্যদিকে বিজেপি নেতা নিশীথ প্রামাণিক এজ জনসভার মঞ্চ থেকে বলেন, বামেদের পার্টি অফিসের দখল নিয়েছে তৃণমূল। লোকসভা ভোটে তাঁর ফল ভালো হলে তিনি সেই অফিসগুলো বামেদের হাতে ফিরিয়ে দেবেন। এবার পাল্টা দিয়ে সুজন বলেন, নিশীথের শুভেচ্ছার আমাদের দরকার নেই। তৃণমূলের দুই নেতা যদি হয় উদয়ন গুহ আর রবীন্দ্রনাথ ঘোষ তাহলে আরেক নেতার নামই তো নিশীথ প্রামাণিক। সে যখন তৃণমূলে ছিল তখনই আমাদের পার্টি অফিস ভেঙেছে।

   

এবারের লোকসভা ভোটে সিপিএমের প্রার্থী সেলিম মল্লিক জিতবেন বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি বাম-কংগ্রেস জোটের প্রার্থী অধীর চৌধুরী জিতবেন বলে তিনি আশাবাদী। তিনি বলেন অনেকগুলো সিট আমরা জিতব। কেননা মানুষ তৃণমূল থেকে নিষ্কৃতি, বিজেপির অসভ্যতা থেকে পরিত্রাণ চায়।

ভোটে জিতলে নিজেদের পার্টি অফিস নিজেরাই উদ্ধার করবেন বলে জানিয়েছেন সুজন ভট্টাচার্য। প্রচারের সময় তার পাশে দেখা গিয়েছে আরেক সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। গতবার লোকসভা ও বিধানসভা ভোটে বামেদের ফর একেবারেই ভালো হয়নি। তবে এবার ভোটারদের ভোট পড়বে বামেদের পক্ষ এমনটাই আশাবাদী সুজন।