Monday, December 8, 2025
HomeBharatমাথায় 'উত্তরাখণ্ড', গায়ে 'মণিপুর', নজর কাড়লেন প্রধানমন্ত্রী

মাথায় ‘উত্তরাখণ্ড’, গায়ে ‘মণিপুর’, নজর কাড়লেন প্রধানমন্ত্রী

- Advertisement -

প্রজাতন্ত্র দিবসে (Republic day 2022) সকলের সামনে নজরকাড়া পোশাকে ধরা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর পোশাকের মাধ্যমে ধরা দিল এক টুকরো উত্তরাখণ্ড ও মণিপুর।

এদিন প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসের গ্র্যান্ড প্যারেডের জন্য উত্তরাখণ্ড থেকে একটি ঐতিহ্যবাহী টুপি এবং মণিপুর থেকে পাওয়া একটি শাল গায়ে দিয়েছিলেন।
টুপিটি একটি “ব্রহ্মকমল” দিয়ে সজ্জিত করা হয়েছিল। আর এই ব্রহ্মকমল উত্তরাখণ্ডের রাজ্য-ফুল। প্রসঙ্গত, উত্তরাখণ্ডে প্রতিবারেই কেদারনাথ সফরে পুজোর সময় এই ব্রহ্মকমল ব্যবহার করতে ভোলেন না প্রধানমন্ত্রী।

   

এই নিয়ে টুইটও করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি। তিনি লিখেছেন, এভাবে প্রধানমন্ত্রী রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে গৌরবাণ্বিত করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর গায়ে থাকা বিশেষ শালটি মণিপুর রাজ্যের। মণিপুরের মেতেই উপজাতির মধ্যে হাতে বোনা এই শালের প্রচলন রয়েছে।

আর কয়েকদিন পরেই ৫ রাজ্যে বিধানসভা ভোট। ভোট হবে মণিপুর, উত্তরাখণ্ডে। প্রধানমন্ত্রীর এহেন পোশাক দেখে নেটিজেনদের বক্তব্য, দলের দিকে সকলের নজর টানতেই প্রধানমন্ত্রী এই কাজ করেছেন।

বুধবার ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular