ডার্বি ম্যাচের আগে ল্যাজেগোবরে অবস্থা এসসি ইস্টবেঙ্গলের

SPORTS::চলতি ইন্ডিয়ান সুপার লিগের(ISL) নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কিন্তু জয়ের…

SPORTS::চলতি ইন্ডিয়ান সুপার লিগের(ISL) নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কিন্তু জয়ের ধারাবাহিতার পথে পরের ম্যাচেই হোচট খেয়েছে লাল হলুদ ব্রিগেড। গোয়ার বিরুদ্ধে জিতে লীগ টেবিলে ১০ নম্বরে উঠে আবার লাস্ট বয়ের তকমা জার্সিতে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ০-৪ গোলে হেরে গিয়ে এসসি ইস্টবেঙ্গলের।

দলের এমন পারফরম্যান্সের জেরে ‘ড্যামেজ কন্ট্রোলে’র জন্য স্প্যানিয়ার্ড মিডফিল্ডার ফ্রান্সিসকো হোসে সোটাকে সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল। আর
স্লোভানিয়ার সেন্ট্রাল মিডফ্লিডার আমির দেরভিসেভিচের রিলিজ দিয়ে লাল হলুদ ব্রিগেড, দুটো কাজই সেরেছে গত মঙ্গলবার।

ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। গত ইন্ডিয়ান সুপার লীগ (ISL) সেশন এবং চলতি ISL সেশন মিলিয়ে তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। টুর্নামেন্টের দ্বিতীয় লেগে দুই চিরপ্রতিদ্বন্দী ATK মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে ফতোর্দাতে, PJN স্টেডিয়ামে। চলতি ISL মরসুমের প্রথম লেগের ডার্বি ম্যাচে ০-৩ গোলে হেরে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল, ATK মোহনবাগানের কাছে। ঘুরে দাঁড়ানোর প্রশ্নে লাল হলুদ সমর্থকরাও জোর গলায় প্রিয় দলের হয়ে স্লোগান দিতে কিঞ্চিৎ দ্বিধাগ্রস্ত। কেননা প্রথম লেগের ডার্বি ম্যাচেই ইস্টবেঙ্গলের প্রাক্তনীরা চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (আনুষ্ঠানিকভাবে এখন ATK মোহনবাগান দল) কাছে ৫-০ গোল হজমের আশঙ্কাতে ঘড়ির কাটা ঘনঘন দেখছিল, রেফারি কখন ম্যাচ শেষের বাঁশি বাজায়।

চলতি ISL সেশনে টানা ৮ ম্যাচ হেরে গিয়ে হোসে মানুয়েল দিয়াজ এসসি ইস্টবেঙ্গল হেডকোচ পদ থেকে সরে যায়।তিন ম্যাচের জন্য অন্তবর্তীকালীন হেডকোচ প্রাক্তন ভারত অধিনায়ক রেনেডি সিং’র হাতে টিমের কম্যান্ড তুলে দেওয়া হয়। খেলোয়াড়দের মানসিকতা সঙ্গে পারফরম্যান্সেও ভোলবদল ঘটে। লাল হলুদের প্রাক্তনীরাও রেনেডি সিং’র কোচিং স্টাইলের প্রশংসা করে বলে,আগেই দরকার ছিল রেনেডি সিং’র।

কিন্তু প্রাক্তনীদের অভিমতকে উড়িয়ে দিয়েই স্প্যানিয়ার্ড হেডকোচ মারিও রিভেরার হাতে ফের রেড এন্ড গোল্ড ব্রিগেডের কোচিং’র দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এফসি গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশের জোড়া গোলে ১-২ গোলে জিতে সেশনের প্রথম জয়ের স্বাদ পেলেও নিজামর্সদের বিরুদ্ধে ০-৪ গোলের হারের জেরে জিহ্বা তেতো হয়ে গিয়েছে লাল হলুদ জনতার। মারিও রিভেরার জাদুও ফিকে পড়ে গিয়েছে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে হেরে গিয়ে।

নিজামর্সদের বিরুদ্ধে ম্যাচের শেষে প্রেস মিটে এসসি ইস্টবেঙ্গল হেডকোচ মারিও রিভেরার প্রতিক্রিয়া, “হারলে তো হতাশ হবই। তবে ছেলেদের পারফরম্যান্স ও ওদের খেলার তীব্রতার জন্য অবশ্যই গর্বিত হওয়া উচিত। ওর নিজেদের উজাড় করে দিয়েছে। আমরা ম্যাচের শেষ পর্যন্ত গোল করার চেষ্টা করেছি। ভাল ফুটবল খেলার চেষ্টা করেছি আমরা। কিন্তু কয়েকটা ভুলেরই মাশুল দিতে হলে আমাদের।”

প্রসঙ্গত, নিজামর্সদের বিরুদ্ধে খেলার স্টাইল নিয়ে লাল-হলুদ জনতার কাছে “The real Magician” হেডকোচ মারিও রিভেরা প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছিলেন, “আমরা দখল ভিত্তিক ফুটবল খেলার চেষ্টা করব। মরসুমের মাঝামাঝি সময়ে এটা করা সহজ, কিন্তু আমরা প্রতিদিন প্রশিক্ষণ দিচ্ছি। সেই ধরনের ফুটবল খেলার ব্যাপারে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী হচ্ছে।” লাল হলুদ প্রাক্তনী থেকে শুরু করে লাল হলুদ জনতা সকলেই একটা বিষয়ে একমত ঘর না সামলে অতি আক্রমণাত্মক স্ট্র‍্যাটেজি হায়দরাবাদের বিরুদ্ধে ভরাডুবির মূল কারণ।

ওগবেচের মানের ফরোয়ার্ড নেই লাল হলুদ ব্রিগেডে।তাই বাকি ISL সেশনটা সম্ভবত ‘রেনেডি মডেলে’ই (লাল হলুদের প্রাক্তন অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং) গোটা ম্যাচ ডিফেন্সিভ খেলে, কাউন্টার অ্যাটাকেই গোল তোলার চেষ্টা করতে দেখা যেতে পারে এসসি ইস্টবেঙ্গলকে।