বালেশ্বর দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছেছেন মুখ্যমন্ত্রী

বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আজই উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন তিনি। প্রসঙ্গত, শুক্রবার সন্ধের অন্ধকারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে বালেশ্বরে।…

বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আজই উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধের অন্ধকারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে বালেশ্বরে। করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা হয় মালগাড়ির এবং হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেসের। এখনও অবধি মৃতের সংখ্যা ২৮৮। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

শনিবার সকালে ঘটনাস্থলে হাজির হন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও ঘটনাস্থলে হাজির হয়েছেন। তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথাও বলেন । বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রওনা দিয়েছেন বালেশ্বরের উদ্দেশে। ঘটনাস্থলে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার রাতে দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে আমি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই বাংলা থেকে উদ্ধারকারী দল পাঠানো হয় ওডিশার ঘটনাস্থলে।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছে কথা বলবেন পরিজনহারাদের সঙ্গে। দেখা করতে পারেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও।

ইতিমধ্যেই রাজ্যের তরফে বালেশ্বরে পৌঁছে গিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন এবং রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা। সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের সঙ্গেও কথাও বলেন তাঁরা। এ ছাড়াও এ রাজ্য থেকে একাধিক অফিসারকে পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

বালেশ্বরে অ্যাম্বুল্যান্স পাঠানোর ব্যবস্থা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাতেই বালেশ্বরে পৌঁছেছেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।