Parliament: সংসদ চত্বরে ধর্না বন্ধ, নিষেধাজ্ঞা মোদী সরকারের

অসংসদীয় শব্দের তালিকা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। এরই মধ্যে নয়া বিজ্ঞপ্তি- সংসদের চত্বরে কোনরকম বিক্ষোভ, ধর্না অথবা অনশন করা যাবে না। (Parliament) বাদল…

অসংসদীয় শব্দের তালিকা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। এরই মধ্যে নয়া বিজ্ঞপ্তি- সংসদের চত্বরে কোনরকম বিক্ষোভ, ধর্না অথবা অনশন করা যাবে না। (Parliament) বাদল অধিবেশনের আগে ফের বিতর্কে মোদী সরকার।

পিটিআই জানাচ্ছে, রাজ্যসভার সচিবের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সদস্য জয়রাম রমেশের কটাক্ষ,বিশ্বগুরুর নতুন ফরমান।

নোটিশে বলা হয়েছে, কোনও সদস্য আর সংসদ চত্বরে ধরনা, প্রতিবাদ, বিক্ষোভ, অনশন বা কোনওরকম ধর্মীয় আচার পালন করতে পারবেন না। এক্ষেত্রে সব সদস্যের সহযোগিতা কামনা করা হচ্ছে।

দেশজুড়ে সমালোচনার ঝড়। অভিযোগ, সরকারের বিরুদ্ধে ওঠা শব্দের কন্ঠরোধ করতেই এই পদক্ষেপ। কারণ, অসংসদীয় শব্দের তালিকা নিয়ে বিতর্কের ঝড় বইছে দেশজুড়ে। তালিকায় রয়েছে ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’র মতো শব্দ। আছে আরও। বিরোধীদের অভিযোগ, সরকারের সমালোচনা হবে এমন শব্দ বাতিল আসলে মোদী সরকারের স্বৈরতান্ত্রিক চেহারার নমুনা।

পরে লোকসভার স্পিকার জানান, এর আগে অসাংবিধানিক শব্দের বই প্রকাশ করা হত। আমরা কাগজের ব্যবহার বন্ধ করতে আমরা সাইটে তুলে ধরেছি। যে সমস্ত শব্দ গুলিকে সরিইয়ে দেওয়া হয়েছে, সেগুলোর একটা তালিকা আমরা দিয়েছি।