জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মহিলা তৃণমূলের

দেশে উর্ধ্বমুখী জ্বালানীর মূল্য। সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ১০০০-এর গণ্ডি পেরিয়েছে সাধারণ মানুষের ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের। এবার  রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির…

দেশে উর্ধ্বমুখী জ্বালানীর মূল্য। সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। ১০০০-এর গণ্ডি পেরিয়েছে সাধারণ মানুষের ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের। এবার  রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন পথে নামল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস ( TMC) ।

এদিন শিলিগুড়ির হাসমিচকে উনুন ধরাও কর্মসূচীর মাধ্যমে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয় । বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য । বিক্ষোভ কর্মসূচির পর চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সকলকে মধ্যযুগে ফিরে যেতে হচ্ছে । তাই উনুন জ্বালিয়ে প্রতীকী কর্মসূচি পালন করলেন তারা এদিন৷

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য্য জানান বিজেপী ভারতবর্ষের মানুষের উপর দিয়ে রোলার চালিয়ে যাচ্ছে,আর অন্যদিকে ধর্ম ধর্ম বলে মানুষকে ভুলিয়ে যাচ্ছে।মানুষ জিনিস কিনবে না, গ্যাস কিনবে ভেবেই পাচ্ছে না। সব কিছুর দাম বাড়িয়ে চলেছে এই সরকার,আর সব নামকরা প্রতিষ্ঠানকে বিক্রি করে দিচ্ছে। গ্যাসের দাম এমন জায়গাতে চলে যাচ্ছে যে সাধারন মানুষের গ্যাস কেনাই বেকার হয়ে যাচ্ছে। গ্যাসের দাম বেশী,সরষের তেলের দাম পঞ্চাশ টাকা বাড়িয়ে পাচ টাকা কমিয়ে সরকার দেখাতে চাইছে তারা কত মানুষের জন্য চিন্তা করছে।’

এদিন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মিরা কাঠ কয়লা দিয়ে রান্না করে অভিনব প্রতিবাদ কর্মসূচী পালন করলেন।এদিন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান কাজের কাজ না করে কেন্দ্রীয় সরকার ধর্ম এবং হিন্দুর ভাবাবেগ দিয়ে মানুষকে বশ করতে চাইছে। তাই তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে।