Padma Award : পদ্মভূষণ পুরস্কার পেতে চলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, প্রকাশিত তালিকা

মঙ্গলবার, ৭৩তম প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার (Padma Award) প্রাপকদের নাম প্রকাশ করেছে করা হয়েছে। প্রাপকদের তালিকায় রয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারক কৃষ্ণা এলা, সুচিত্রা এলা, সাইরাস…

মঙ্গলবার, ৭৩তম প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার (Padma Award) প্রাপকদের নাম প্রকাশ করেছে করা হয়েছে। প্রাপকদের তালিকায় রয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারক কৃষ্ণা এলা, সুচিত্রা এলা, সাইরাস পুনাওয়ালা, বিরোধী রাজনীতিবিদ গুলাম নবি আজাদ, বুদ্ধদেব ভট্টাচার্য এবং ভারতীয় বংশোদ্ভূত সিলিকন ভ্যালির অন্যতম সত্য নাদেলা এবং সুন্দর পিচাই।

শুধু তাই নয়, পদ্মশ্রী পাচ্ছেন গায়ক সোনু নিগম, টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া, জামিয়া-মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাজমা আখতার। এর পাশাপাশি ৯জন ক্রীড়াবিদ পেতে চলেছেন পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান । পদ্মভূষণ পাচ্ছেন প্যারা অ্যাথলিট দেবেন্দ্র ঝাঝারিয়া। পদ্মশ্রী পাচ্ছেন নীরজ চোপড়া, অবনী লেখারা, বন্দনা কাটারিয়া, সুমিত আন্টিলরা। জাতীয় টিমের প্রাক্তন গোলকিপার ব্রহ্মানন্দ সঙ্খওয়ালকরও পাচ্ছেন পদ্মশ্রী। তরুণ ও প্রবীণ কোচ ফয়জব আলি দার ও শঙ্করনারায়ণ মেননকেও পদ্মশ্রীতে সম্মানিত করা হচ্ছে।

   

এদিকে শিল্পকলা ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ দেওয়া হল অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। সত্তরের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ভিক্টর। কাজ করেছেন দেশের এবং বিদেশের বহু ছবিতে। এ বছর পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় ১৩০ জনের নাম রয়েছে, যার মধ্যে দুটি ভাগ করা নাম রয়েছে।

এই তালিকায় রয়েছে ৪টি পদ্মবিভূষণ, ১৭টি পদ্মভূষণ ও ১০৭টি পদ্মশ্রী পুরস্কার। পুরস্কার প্রাপকদের মধ্যে ৩৪ জনই মহিলা। যদিও পদ্মভূষণ প্রাপকদের তালিকায় বিরোধী রাজনৈতিক শিবিরের দুই নেতার নাম থাকা রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷