বিজেপির বিভাজনের রাজনীতিতে ভুলবেন না, সতর্কবার্তা রাকেশ টিকায়েতের

পাঁচ রাজ্যের নির্বাচনের আগে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। উত্তরপ্রদেশের আলিগড়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে টিকায়েত অভিযোগ করেন, নির্বাচনের আগে ফের…

Rakesh Tikayet

পাঁচ রাজ্যের নির্বাচনের আগে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। উত্তরপ্রদেশের আলিগড়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে টিকায়েত অভিযোগ করেন, নির্বাচনের আগে ফের বিভাজনের রাজনীতি করছে গেরুয়া দল। এই দল হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। যতদিন না ভোট শেষ হচ্ছে ততদিন বিজেপি এ ধরনের রাজনীতি চালিয়ে যাবে। তাই মানুষকে সাবধান হতে হবে।

আলিগড়ের ওই অনুষ্ঠানে টিকায়েত বলেন, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতি করি বিজেপি। অংক কষেই উত্তরপ্রদেশে বিভাজনের মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া দল। ভোট যত ভোট এগিয়ে আসবে ততই হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ তৈরিতে মরিয়া চেষ্টা চালাবে বিজেপি। দলের নেতারা একের পর এক বিতর্কিত মন্তব্য করবেন। সবই করবেন ভোটের কথা মাথায় রেখে। তাই মানুষকে এই দলের চরিত্র সম্পর্কে সতর্ক হতে হবে। কোনভাবেই বিজেপির প্রচারের ফাঁদে পা দিলে চলবে না। ভোট মিটে গেলেই কৃষক, দলিত, দরিদ্র, নিপীড়িত কারুর কথাই আর মনে রাখে না বিজেপি। তাই এই দল সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, পাঞ্জাব, উত্তরপ্রদেশেের মত রাজ্যে বিজেপি তিন কৃষি আইনকে কেন্দ্র করে যথেষ্ট ব্যাকফুটে আছে। কয়েক দিন আগে রাকেশ টিকায়েতের দাদা আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছেন। তিন কৃষি আইন বাতিল করেও এখনও পর্যন্ত কৃষকদের মন পায়নি বিজেপি। তবে রাকেশ টিকায়েত অবশ্য বিশেষ কোনও দলকে ভোট দেওয়ার কথা বলেননি। তিনি শুধুই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। তবে টিকায়েত দাবি করেছেন, আসন্ন নির্বাচনে কৃষকরা কোনওভাবেই বিজেপিকে ভোট দেবে না।