সুনামি বিধ্বস্ত টোঙ্গাকে বড় অংকের অর্থ সাহায্য করছে ভারত

চলতি বছরের শুরুতেই প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দ্বীপরাষ্ট্র টোঙ্গা। ১৫ জানুয়ারি এক ভয়াবহ অগ্ন্যুৎপাতের জেরে বিধ্বংসী সুনামি আছড়ে পড়েছিল টোঙ্গায়। ওই সুনামির কারণে…

চলতি বছরের শুরুতেই প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দ্বীপরাষ্ট্র টোঙ্গা। ১৫ জানুয়ারি এক ভয়াবহ অগ্ন্যুৎপাতের জেরে বিধ্বংসী সুনামি আছড়ে পড়েছিল টোঙ্গায়। ওই সুনামির কারণে দ্বীপরাষ্ট্রের সঙ্গে বাইরের দুনিয়ার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিপুল ক্ষতির মুখে পড়েছে এই দেশ। এই চরম দুঃসময়ে টোঙ্গার পাশে দাঁড়াল ভারত। জানা গিয়েছে বিপর্যস্ত টোঙ্গাকে সাহায্য করতে প্রায় ২ লক্ষ ডলার মূল্যের ত্রাণ পাঠাচ্ছে ভারত সরকার। মঙ্গলবার সন্ধ্যায় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এই খবর জানানো হয়েছে।

এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ফোরাম ফর ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ডস কোঅপারেশনের ঘনিষ্ঠ সহযোগী এবং অংশীদার দেশ হিসেবে ভারত সুনামি বিপর্যস্ত টোঙ্গাকে ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য দু লক্ষ মার্কিন ডলারের সাহায্য করবে। কয়েক দিনের মধ্যেই এই সাহায্য পাঠানো হবে। এর আগে ২০১৮ সালেও এই দ্বীপরাষ্ট্রটি প্রবল ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল। সে সময়ও ভারত সরকার সর্বতোভাবে তাদের সাহায্য করেছিল। এবারও তার ব্যতিক্রম হল না।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সুনামির পর আরও ১০ দিন কেটে গিয়েছে। এখনও সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে রয়েছে টোঙ্গা। দেশের বেশিরভাগ এলাকা এখনও ভয়ঙ্কর তান্ডবের সাক্ষী বহন করে চলেছে। বহু ঘরবাড়ি রাস্তাঘাট ভেসে গিয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বহু গবাদি পশুরও মৃত্যু হয়েছে। এখনও সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভেসে আসছে একের পর এক পশুর দেহ। সুনামির জেরে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি উপরে পড়েছে। ফলে বহু জায়গাতেই ১০ দিন পরেও বিদ্যুৎ আসেনি। এমনকি টেলি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে আছে।

বিধ্বস্ত টোঙ্গার পুনর্গঠনে সাহায্য করতে ইতিমধ্যে একাধিক দেশ ও আন্তর্জাতিক সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেই তালিকায় উপরের দিকেই রয়েছে ভারতের নাম। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস টোঙ্গাকে সাহায্য করার জন্য বিভিন্ন দেশের কাছে আর্জি জানিয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে মানবিক সাহায্য এই দ্বীপরাষ্ট্রে পৌঁছাতে শুরু করেছে। এই মুহূর্তে বিদেশ থেকে আসা সাহায্যেই দিন কাটছে দুর্গত মানুষের