Operation Lotus: ৩৫ দিনের টার্গেট, একক গরিষ্ঠ হতে মরিয়া বিজেপি

সংঘের শতবর্ষ সমাগত। অথচ যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার অন্যতম তিনটি কাজই বাকি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে চারশ আসন মিললে কাজগুলো করা সম্ভব ছিল।…

Operation Lotus

সংঘের শতবর্ষ সমাগত। অথচ যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার অন্যতম তিনটি কাজই বাকি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে চারশ আসন মিললে কাজগুলো করা সম্ভব ছিল। আপাতত দেশবাসীর রায়ে বিজেপি সেই লক্ষ্যমাত্রার ধারে কাছেও নেই। একক গরিষ্ঠতা জোটেনি। জোট সরকার চালানোর বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে মরিয়া টিম মোদী চাইছে অপারেশন লোটাস (Operation Lotus)।

আপাতত সংঘের নির্দেশ আগে শপথ পরে একক গরিষ্ঠতার চেষ্টা।
সূত্রের খবর, টানা তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে মোদী আগে নেহরুর নজির স্পর্শ করুন এমনই অবস্থান নিয়েছে সংঘ। সেরকমই নির্দেশ চলে গেছে সাংগঠনিক রাজনৈতিক শাখা বিজেপির কাছে। আরও জানা যাচ্ছে, সরকারের শপথ গ্রহণের পরেই বিজেপির তরফে শুরু হবে একক গরিষ্ঠতা অর্জনের চেষ্টা।

   

১৯২৫ সালে প্রতিষ্ঠা হয় রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘের। পরে এই সংগঠনের রাজনৈতিক শাখা হয়েছে বিজেপি। সংঘের নীতি মেনেই বিজেপির সরকার পরিচালিত হয়। সংঘের কার্যকলাপ বিশ্লেষণকারীদের অভিমত লোকসভা নির্বাচনে চারশ আসনের লক্ষ্যমাত্রা নিছক ভোকাল টনিক ছিল না। বিজেপি এই লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও সংঘের নির্দেশে একক গরিষ্ঠতা পেতে মরিয়া হচ্ছে। জলদি শুরু হবে অপারেশন লোটাস।

টার্গেট কারা?
ইসলামি সংগঠন বাদে বিজেপির কাছে কেউ অচ্ছুত নয়। এই নীতিতে বিরোধী শিবির ইন্ডিয়া জোটেই অপারেশন লোটাস চলবে। ঘোড়া কেনাবেচার এই পর্বে বিজেপি দরাজ দিল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি যে কেউ স্বাগত। উত্তরপূর্বের আঞ্চলিক দলগুলির সাংসদদের প্রথম নিশানা করা হয়েছে বলেই খবর। ধীরে ধীরে একক গরিষ্ঠতা অর্জন করার কাজও চলছে।

লোকসভায় বিজেপির ২৪০ জন সাংসদ। একক গরিষ্ঠতার জন্য দরকার ২৭২ জন। বাকি ৩২ জনকে যোগাড় করার কাজ চলছে জোর কদমে। বিরোধী শিবিরে একমাত্র গুটিকয়েক (৯ জন) বামপন্থী সাংসদ ছাড়া আর যে কোনো দলেই অপারেশন লোটাস চালানো সম্ভব বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।